Home » খড়্গপুরে এসে রাজ্য সরকারের বিরুদ্ধে ফের তোপ দাগলেন দিলীপ

খড়্গপুরে এসে রাজ্য সরকারের বিরুদ্ধে ফের তোপ দাগলেন দিলীপ

by Biplabi Sabyasachi
0 comments

Dilip Ghosh

আরও পড়ুন ঃ-বেলাগাম করোনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুরে গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৩৮১, মৃত ৫, সুস্থ ১১৩৮ জন

পত্রিকা প্রতিনিধিঃ ভোটের পর পশ্চিম মেদিনীপুরেরে খড়্গপুর শহরের খড়্গপুর রেল স্টেশনের বাইরে মঙ্গলবার চা খেলেন বিজেপির রাজ্য সভাপতি এবং মেদিনীপুর এর সাংসদ দিলীপ ঘোষ। এদিন সকালে চা খেয়ে খরিদা ,নিমপুরা বাজারে গিয়ে বাজার ব্যবসায়ীদের হাতে মাস্ক তুলে দিলেন এবং সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি। এদিন তিনি বলেন, আমরা বারবার আপিল করেছি নির্বাচন মিটে গেছে এখন সবাই শান্তিতে থাকুক। সেই পরিবেশ তৈরী হোক। সরকার মুখে বলছে কিন্তু তা বাস্তবে দেখা যাচ্ছে না। পুলিশ নিরুপায় হয়ে বসে আছে। বলছে আমরা কিছু করতে পারবোনা। তাহলে দুষ্কৃতীদের আটকাবে কে? এখন আইন-শৃঙ্খলা বলে কিছু নেই। মুখ্যমন্ত্রী মুখে বলছেন। কিন্তু কোন ব্যবস্থা নিচ্ছেন না। যতক্ষণ না কোনো ব্যবস্থা নেবে পুলিশ, এই হিংসা লুটপাট থামবে না।

মমতা ব্যানার্জি রাজনীতি করুক। কিন্তু বাংলার মানুষদের কথা ভাবুন। বাইরের লোকেরা তো আসবে চলে যাবে, তাদের কি জাই আসে। ভারতবর্ষে তো কাউকে আটকানো যাবেনা। কিন্তু সাধারণ মানুষ যারা তাকে ভরসা করে ভোট দিয়েছেন। তাদের জন্য উনি কি করছেন। তারা কেন ভয়ের মধ্যে আছেন। এত বড় জিত হওয়ার পরও পশ্চিমবঙ্গে আনন্দ নেই কেন। কেন মানুষ মনমরা হয়ে আছেন। পশ্চিমবঙ্গের পুলিশ আমাদের নিরাপত্তা দেয় না। তাছাড়া বিধায়করা বাড়ি থেকে বেরোতে পারছে না। তাদের গাড়িতে ইটপাটকেল মারা হচ্ছে। কলকাতা গেছেন শপথ নিতে, তারা বাড়ি ফিরতে পারছেন না। তাদের ভয় দেখানো হচ্ছে। তারা সাধারণ মানুষের কাছে যাবেন কি করে। তাই আমরা কেন্দ্র সরকারকে আবেদন করেছিলাম। তবে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়ার জন্য তাই তারা কেন্দ্রীয় বাহিনী সুরক্ষা পাচ্ছেন । আবারো তিনি বলেন, স্বাস্থ্য ব্যবস্থা আগেই ভেঙ্গে পড়েছিল। কোভিড হাসপাতাল গুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। কেন খোলা হচ্ছে না। মমতা ব্যানার্জি, মোদীজি কে চিঠি লিখছেন,তাকে গালাগালি দিচ্ছেন। কিন্তু প্রতিদিন কুড়ি হাজারের কাছাকাছি সংক্রমণ পৌঁছে গেছে, কেউ সুস্থ হচ্ছে না। হাসপাতাল নেই, বেড নেই ডাক্তার নেই, লোক ঘুরে বেড়াচ্ছে কেউ দেখার নেই। মৃতদেহ কোথায় কত পড়ে আছে কেউ জানে না। লুকানোর চেষ্টা হচ্ছে এখনও। লাইন পড়ে যাচ্ছে। ফোন করলে বলছে আজকে হবে না কালকে আসুন। যেটা উনার হাতে আছে সেটা উনি করেন না। শুধু কেন্দ্র সরকারকে দোষ দেন। যদি লকডাউন আংশিকভাবে করার দরকার আছে সেটা উনি করুন। তা না হলে সবকিছু হাতের বাইরে চলে যাবে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Dilip Ghosh

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.