Anisur
আরও পড়ুন ঃ-মনের জোরে প্রতিবন্ধকতায় সাফল্য মিললেও , করোনার কাছে হার দীঘার গৌতমের
পত্রিকা প্রতিনিধিঃ পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার তৃণমূল নেতা কুরবান শাহকে খুনের ঘটনায় গ্রেফতার আনিসুর রহমান জামিনের আবেদনের শুনানি বৃহস্পতিবার দুপুরে শুরু হয়েছে তমলুক আদালতে।তাঁর আইনজীবী হিসেবে সওয়াল করছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার রাতে তৃণমূল সমর্থকদের পরিচালিত কয়েকটি নেটমাধ্যমে দাবি করা হয়েছে, এ বার মুক্তি পাবেন প্রাক্তন তৃণমূল নেতা আনিসুর।বুধবার রাতে এমনই একটি টুইটা হ্যান্ডলে লেখা হয়, ‘কাল মুক্তি পাচ্ছেন আমাদের আর এক যোদ্ধা আনিসুর রহমান’। তমলুক জেলে থাকা আনিসুর তাঁর ব্যক্তিগত ফেসবুক পেজে অনুগামীদের উদ্দেশ্যে বুধবার রাতেই লেখেন, ‘কাল আসল খেলা’। ফলে তিনি সত্যিই জামিনে মুক্তি পাচ্ছেন কি না, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।এর আগেও আনিসুরের জামিন ঘিরে একাধিক বার নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে। গত মার্চে আনিসুরের উপর থেকে সমস্ত রকম অভিযোগ প্রত্যাহার করেছিল রাজ্য সরকার। তারপরেই তাঁকে জামিনে মুক্তি দেয় তমলুক আদালত। রায়ের পর বিচারবিভাগীয় অবস্থায় তমলুক হাসপাতালে চিকিৎসাধীন আনিসুর বাড়ি চলে যান।
কিন্তু সেদিনই জামিনের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় নিহত কুরবানের পরিবার।সকাল থেকে আনিসুর রহমানের জামিন ঘিরে উত্তেজনা ছিল তমলুক র্কোট চত্বরে।১০.৩০ নাগাদ কোর্টে পৌঁছলেন তৃণমূল সাংসদ তথা আনিসুরের পক্ষের আইনজীবী কল্যাণ ব্যানার্জি।পাশাপাশি কোর্ট চত্বরে একাধিক তৃণমূল নেতা কর্মী ও আনিসুর গামীরা সকাল থেকে ভীড় করেছিল একরাস আশানিয়ে কারন আজ জামিন পাবেন তাদের নেতা অবশ্য তাঁর ফেসবুক প্রোফাইলে একটি পোস্টও করা হয়েছিল তিনি আজ জামিনে মুক্তি পাবেন। সকাল ১১ টার পর শুরুহয় হেয়ারিং। কিন্তু দুপুর নাগাদ আনিসুরের জামিনের শুনানি চলাকালীন ক্ষুব্ধ বিচারক ,কারণ কোর্ট চত্বরেই ব্যাপক পরিমাণে ভিড় জমিয়েছিল টিএমসি নেতা, কর্মী, সমর্থক সহ আনিসুর অনুগামীরা।পরে তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি (আনিসুরের পক্ষের আইনজীবী)কে দেখা গেল কোর্টের বাইরে বেরিয়ে হাতজোড় করে সমর্থকদের তাড়িয়ে দিতে।পরে সমর্থকরা সরে যাওয়ার পরেই আবার শুরু হয় হেয়ারিং।দুপুর ২.৩০ এ শেষে হয় হেয়ারিং পর্ব।এর পর জামিনের রায় দান । অধীর অপেক্ষায় তৃণমূল নেতা,কর্মী এবং আনিসুর গামিরা।৫.৩০ নাগাদ জানা যায় আনিসুর জামিন মামলার দুই পক্ষের আইনজীবীর হেয়ারিং শেষে।১৮ ই মে পুনর্বিবেচনা করে রায়দানের দিনক্ষন ঠিক করল তমলুক জেলা ও দায়রা আদালতের বিচারপতি গৌরী শরিকা ।অপেক্ষার অবসান শেষ অবশেষে নেতাকে না নিয়ে একরাশ আশা মাটিতে ফেলে বাড়ি ফিরতে হল কোর্টে অপেক্ষারত তৃণমূল নেতা,কর্মী এবং আনিসুর গামীদের।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Anisur
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore