পত্রিকা প্রতিনিধি : জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ এ ভারতীয় সেনা জওয়ানদের উপরে হামলা করল জঙ্গিরা । আচমকা এই জঙ্গিহানা শহীদ হয়েছেন এক সিআরপি সেনা জওয়ান । জানা গেছে অনন্তনাগের বীজহোরায় রোজকার মতো নিরাপত্তারক্ষীরা টহল দিচ্ছিলেন সেই সময়ে কিছু জঙ্গী বাইকে করে এসে টহলদারি দলকে লক্ষ্য করে আচমকা গুলিবর্ষণ শুরু করে দেয় নিরাপত্তা বাহিনীর গুলি ছোড়া শুরু করলেই চম্পট দেয় জঙ্গীরা । জঙ্গিদের ছোড়া গুলিতে ঘায়েল হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক সেনা জাওয়ান এর মৃত জাওয়ান পশ্চিম মেদিনীপুর সবং এর বাসিন্দা বলে জানা গেছে । খবর আসতেই সবং এর গ্রামে শোকের ছায়া নেমে এলো । ওই সেনা জাওযান নাম শ্যামল দে বলে জানা গেছে । বাড়ির একমাত্র ছেলের এইভাবে চলে যাওয়ায় মেনে নিতে পারছেন না মা ও বাবা । বাবা বাদল কুমার দে বলেন পাঁচ বছর ধরে জম্মু-কাশ্মীরের আনন্দনগর চাকরি করছেন ছেলে একমাত্র ছেলে যার রোজগারে চলতো এই বাড়ি সে আজ আর নেই সরকারের কাছে অনুরোধ করব যাতে এই মৃত্যু খেলা বন্ধ হোক খুব তাড়াতাড়ি । ছেলের মৃত্যুর জন্য সরকারকেই দায়ী করেছেন মা । বীর শহীদ জাওয়ান এর মৃত্যুতে সিং পুর গ্রামে শোকের ছায়া বীর শহীদের বাড়িতে পৌঁছালেন রাজ্যসভার সংসদ ডক্টর মানেষ রঞ্জন ভূঁইয়া বিধায়ক গীতা রানী ভূঁইয়া এই পরিবারের পাশে সরকার থাকবে বলে আশ্বাস দিয়েছেন ডঃ মানেষ রঞ্জন ভূঁইয়া ।
1