Home » পশ্চিম মেদিনীপুরে করোনা পরিস্থিতি সামাল দিতে জরুরী বৈঠক প্রশাসনের

পশ্চিম মেদিনীপুরে করোনা পরিস্থিতি সামাল দিতে জরুরী বৈঠক প্রশাসনের

by Biplabi Sabyasachi
0 comments

COVID situation

আরও পড়ুন ঃকরোনা বিস্ফোরণ ! পূর্ব -পশ্চিম মেদিনীপুরে আক্রান্ত ২৬০ জন, ঝাড়গ্রামে ৬

পত্রিকা প্রতিনিধিঃ গোটা দেশের সাথে পাল্লা দিয়ে রাজ্যেও বেড়ে চলেছে করোনা সংক্রমণ। সরকারি তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টা জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ জনের।  সংক্রমিত হয়েছে ২২১ জন। এমতাবস্থায় করোনা সম্পর্কে সচেতনতা প্রচারের পাশাপাশি জেলার করোনা পরিস্থিতি মোকাবিলায় পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসন স্বাস্থ্য দপ্তর ও খড়গপুর রেলওয়ে এবং আইআইটি খড়গপুরের আধিকারিকদের নিয়ে মেদিনীপুর সার্কিট হাউসে বিশেষ বৈঠক করলেন রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে নিযুক্ত পশ্চিম মেদিনীপুর জেলার করোনা বিষয়ক নোডাল অফিসার এম.ভি রাও। এদিন মেদিনীপুর সার্কিট হাউসে জেলাশাসক ডাঃ রেশমি কমল, জেলা পুলিশ সুপার দিনেশ কুমার, জেলা স্বাস্থ্য দপ্তরের ডেপুটি CMOH ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী সহ খড়গপুর রেল ও আইআইটি খড়গপুরের আধিকারিকদের নিয়ে দীর্ঘক্ষন বৈঠক চলে। এদিন বৈঠক শেষে এম.ভি রাও জানান, জেলার করোনার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি যে সমস্ত বাজার গুলোতে সাধারণ মানুষের জমায়েত হয়, সেই সমস্ত বাজারে মাস্ক ও স্যানিটাইজেসনের উপর জোর দেওয়ার কথা বলা হয়েছে। যাতে করে জেলার বর্তমান করোনা পরিস্থিতি মোকাবিলা করা যায়, সে বিষয়ে সমস্ত পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে। অন্যদিকে জেলা পুলিশ সুপার দিনেশ কুমার বলেন, আজ থেকে রাত্রি নটার পর মেদিনীপুর শহর সহ জেলার চার থেকে পাঁচটি শহরে অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া সমস্ত দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

অপরদিকে এই জেলায় ভ্যাকসিন নিতে না পেরে গত কয়েকদিনে বাড়ি ফিরে যেতে হয়েছে ৪৫ বৎসর বয়সের উর্ধ্বের মানুষজনকে। ইতিমধ্যে কেন্দ্রের তরফে রাজ্যকে কয়েক লক্ষ ভ্যাকসিনের ডোজ সরবরাহ করা হয়েছে। তারপরই সোমবার জেলায় ২৫ হাজার কোভিশিল্ড পাঠানো হয়েছে বলে জানা গেছে জেলা স্বাস্থ্য ভবন সূত্রে। তার আগে গত ২-৩ দিন ১০-১৫ হাজার করে পাঠানো হচ্ছিল। আপাতত ২-১ দিন ভ্যাকসানের অভাব মিটবে ঠিকই, কিন্তু জোগান না থাকায় ফের সমস্যা দেখা দিতে পারে। প্রসঙ্গত, কেন্দ্রের নির্দেশ দাম কমানো হয়েছে রেমডেসিভির।  কয়েকদিন আগে  বিদেশে অ্যান্টি-ভাইরাল লিক্যুইড রেমডেসিভিরের (Remdesivir) রফতানিতেও নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। করোনার পরিস্থিতি  সামাল দিতে একাধিক পদক্ষেপ করা হচ্ছে। 

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

COVID situation

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.