প্রত্রিকা প্রতিনিধিঃ বিধানসভা নির্বাচন এগিয়ে আসতেই আবারও রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর। রাতের অন্ধকারে সিপিআইএম কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, সিপিএমের পতাকা ও ফ্লেক্স ছেড়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস বিরুদ্ধে। রবিবার ঘটনাটি ঘটেছে পাঁশকুড়া থানার রানীয়াড়া এলাকায়। জানা গিয়েছে, এদিন রাত প্রায় বারোটা নাগাদ মোটর বাইকে করে আচমকা কয়েক জন দুষ্কৃতীরা এসে রানিয়াড়া গ্রামে ঢুকে তাণ্ডব চালায়। এরপর ওই এলাকার রাস্তার দুধারে থাকা সিপিএমের টাঙ্গানো সমস্ত পতাকা ও ফ্লেক্স ছিঁড়ে দেয়। পাশাপাশি এলাকা ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় দফায় দফায় বোমাবাজি করে তৃণমূলের দুষ্কৃতীরা এমনটাই অভিযোগ।পাঁশকুড়া পূর্বের বাম বিধায়ক শেখ ইব্রাহিম আলী বলেন,” তৃণমূল এই ধরণের ঘটনা ঘটাচ্ছে।”
জেলা তৃণমূলের কো- আডিনেটর মামুদ হোসেন বলেন , “এই ধরনের ঘটনার সঙ্গে তৃণমূলের কোন জড়িত নয়। তাছাড়া এটা লাল বিজেপি ও লালা সিপিএমের মধ্যে ঝগড়া। এখন সিপিএমের বেশিরভাগ মানুষ বিজেপিতে চলে গিয়েছে। তাই তারা আর চাইছে না সিপিএম ভোটে জয়লাভ করুক। তাই তারা সিপিএম ভোট ভাঙানোর জন্য এলাকায় সন্ত্রাস চালাচ্ছে।
বোমাবাজি সিপিএমের নীতি। আমাদের বোমাবাজি করার কোন ভাবেই দরকার পড়ে না।”
পাঁশকুড়া থানার এক পুলিশ আধিকারিক বলেন, “ এই ঘটনা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। যদিও এখনও অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হবে।’’