ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : তৃণমূল পরিচালিত পৌরসভার বিরুদ্ধে পানীয়জলে কর নেওয়া সহ একাধিক দূর্নীতির অভিযোগ তুলে পোস্টার সাঁটাল বিজেপি। সেই প্রতিবাদী পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগও উঠল শাসকদলের বিরুদ্ধে। যদিও জল কর নেওয়ার কথা অস্বীকার পৌরসভার। এই পোস্টারকে ঘিরে শুরু রাজনৈতিক তরজা। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার। জানা য়ায় ঘাটাল পৌরসভায় ১৭ টি ওয়ার্ড আর ১৭ টি ওয়ার্ডই তৃণমূলের দখলে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
অভিযোগ,তৃণমূল পরিচালিত এই পৌরসভাতে নেওয়া হচ্ছে পানীয়জলের কর যাকে ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে চরম শোরগোল। পানীয়জলে কর এই নিয়ে পৌরবাসীদের মধ্যে ক্ষোভেরও সৃষ্টি হচ্ছে।ইতিমধ্যে বিজেপির পক্ষথেকে জল কর নেওয়া হচ্ছে কেন, অভিযোগ তুলে এলাকায় পোস্টারিং করা হয়। বিজেপির দাবি,অন্যন্য সমস্ত পৌরসভা এলাকায় পানীয় জলের কর নেওয়া হয় না কিন্তু ঘাটাল পৌরসভা জল কর কেনো নেবে।
Drinking Water Tax
এনিয়ে পৌরসভার ২ নং ওয়ার্ড জুড়ে পোস্টারিং করেছে বিজেপি।বিজেপির আরও অভিযোগ শাসকদলের গায়ে লাগায় রাতারাতি তারা পোস্টার ছিঁড়েও ফেলেছে। পোস্টারে বিজেপির নাম উল্লেখ করে লেখা রয়েছে,”অন্যান্য পৌরসভা জল কর ছাড় দিলেও ঘাটাল পৌরসভা জল কর নিচ্ছে কেনো তৃণমূল কাউন্সিলর জবাব দাও”,এছাড়াও পৌরসভার ২ নং ওয়ার্ডে বাঁধের রাস্তা ঢালাইয়ের কাজ শুরু করেছে ঘাটাল পৌরসভা, সেই রাস্তার কাজের আগে ওয়ার্ডের বাসিন্দা বা বেনিফিসিয়ারি কমিটিকে না জানিয়েই কাজ শুরু করেছে পৌরসভা।
এই রাস্তার কাজেও দূর্নীতির অভিযোগ তুলে ২ নং ওয়ার্ড জুড়ে পোস্টারিং করা হয়েছে যাতে লেখা,”বাঁধের রাস্তার কাজে কাটমানি নিচ্ছ কেনো তৃণমূল কাউন্সিলর জবাব দাও”। পৌরসভার ২ নং ওয়ার্ড জুড়ে এরকমই একাধিক পোস্টারিংকে ঘিরে চাঞ্চল্য,শুরু শাসক বিরোধী রাজনৈতিক তরজাও। এবিষয়ে ঘাটাল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বিজেপি নেত্রী কবিতা মুখার্জি বলেন,”আমরা এলাকার মানুষকে সাথে নিয়েই পোস্টারিং করেছি।
মাননীয়া তথা রাজ্যের মুখ্যমন্ত্রী তো জল কর ছাড় বা মকুব ঘোষণা করেছেন,অন্যান্য মহকুমা বা পৌরসভাতে জল কর নেওয়া হয়না তাহলে ঘাটাল পৌরসভা কেনো নেবে। জল কর মকুবের দাবিতে এই পোস্টার।এছাড়াও ওয়ার্ডে বাঁধের রাস্তা ঢালাইয়ের কাজ শুরু হয়েছে কিন্তু ওয়ার্ডের বেনিফিসিয়ারি কমিটি বা স্থানীয়দের জানানো হয়নি।রাস্তার কাজেও কাটমানি খাওয়ার অভিযোগ তুলেছেন তিনি।
আরও পড়ুন : বাইক চালানো শিখতে গিয়ে পোস্টে ধাক্কা ! পশ্চিম মেদিনীপুরে মৃত্যু স্কুল পড়ুয়ার
এবিষয়ে বিজেপিকে পাল্টা আক্রমন শানিয়ে ২ নং ওয়ার্ড তৃণমুলের সভাপতি উদয়শংকর সিংহ রায় বলেন, জল কর বলে কিছু নেওয়া হয়না পরিষেবা কর একটা নেওয়া হয়,যেটা করোনাকালে বন্ধ ছিল আপাতত তা আবার চালু হয়েছে। জল কর নই এটা নিয়ে ভুল বার্তা ছড়াচ্ছে বিরোধীরা।আর ওয়ার্ডে ঢালাই রাস্তা তৈরিতে দূর্নীতি হয়েছে তা বিজেপি প্রমান করে দিতে পারলে ওয়ার্ডের কাউন্সিলর পদত্যাগ করবে বলেও তিনি জানান।এবিষয়ে ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিন কান্তি বেরা বলেন, “আমরা জলের কর নিইনা,আমরা যে জলটা দিই ওর রক্ষণাবেক্ষণের জন্য মাসে ৫০ টাকা করে নিই।
জলকর নেওয়া হয়না কারণ রসিদে কর বলে কোনো উল্লেখ করা হয়না। “পৌরসভা যাই বলুক ওয়ার্ডের বাসিন্দারাও দাবি করছেন তাদের থেকে জল হিসাবে একটা টাকা নেওয়া হয় যা করোনাকালে বন্ধ ছিল এবং পুনরায় তা চালু হয়েছে।রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং যেখানে জল কর মকুবের ঘোষণা করেছেন সেখানে তৃণমূল পরিচালিত ঘাটাল পৌরসভার বিরুদ্ধে জল কর নেওয়ার অভিযোগকে ঘিরে চাঞ্চল্য পৌর এলাকায়।
আরও পড়ুন : রাজ্যস্তরীয় Abacus প্রতিযোগিতায় সেরার তালিকায় মেদিনীপুর আর ডি একাডেমির ৭ পড়ুয়া
আরও পড়ুন : মেদিনীপুরে ঘুড়ির সিন্থেটিক মাঞ্জা সুতোর বিরুদ্ধে অভিযান পুলিশ ও মেদিনীপুর পৌরসভার
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Drinking Water Tax
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper