Akshay arrives in Kharagpur on a world tour by bicycle for greening
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : বিশ্ব উষ্ণায়নের হাত থেকে পৃথিবীকে রক্ষা করতে সবুজায়নের জন্য প্রচুর পরিমাণ গাছ লাগাতে হবে। এই বার্তা গোটা বিশ্বে ছড়িয়ে দিতে পৃথিবীর প্রতিটি দেশে একটি করে গাছ লাগাবেন পুরুলিয়ার যুবক অক্ষয় ভগত। এই উদ্দেশ্যে তিনি সাইকেল চালিয়ে বিশ্ব ভ্রমণে বেরিয়েছেন। বৃহস্পতিবার তিনি খড়গপুর শহরে এসে পৌঁছান। খড়্গপুরে একদিন থেকে আজ শুক্রবার তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন।
আরও পড়ুন:- খড়্গপুর শহরে একনলা বন্দুক উদ্ধার, গ্রেফতার ১
সেখান থেকে দিল্লি এবং দিল্লি হয়ে বিভিন্ন দেশে ঘুরে বেড়াবেন ও গাছ লাগানোর বার্তা দেবেন। যেখানেই যাচ্ছেন সেখানেই একটি করে গাছ লাগাচ্ছেন অক্ষয়বাবু। অক্ষয়ের বাড়ি পুরুলিয়ার বুড়দা গ্রামে। সাধারণ একটি সাইকেল নিয়ে তিনি বিশ্ব ভ্রমণে বেরিয়েছেন। তাঁর এই অদম্য জেদ ও উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন সকলে। তাঁর কথায় স্বামী বিবেকানন্দ পায়ে হেঁটে দেশ ভ্রমণ করেছেন। আর আমি সাইকেল নিয়ে বিশ্ব ভ্রমণে যেতে চাই।
World Tour
আরও পড়ুন:- অনলাইনে পরীক্ষার দাবিতে মেদিনীপুর কলেজে বিক্ষোভ ছাত্র-ছাত্রীদের
এর আগে বাল্যবিবাহ রোধের বার্তা দিয়ে সাইকেল চালিয়ে দেশের প্রতিটি রাজ্যের গিয়েছিলেন। তিনি সেবার সফলতার সঙ্গে কর্মসূচি শেষ করেছেন। তাই এবার তিনি বিশ্বভ্রমণে বেরিয়েছেন। চলতি বছরের 22 শে ফেব্রুয়ারি তিনি বাড়ি থেকে যাত্রা শুরু করেছেন।আগামী ৯-১০ বছর ধরে গোটা বিশ্ব ঘুরে বেড়াবেন সাইকেলে চড়ে। বিশ্বের প্রতিটি দেশের মাটি ছুঁয়ে একটি করে গাছ লাগানোই তাঁর উদ্দেশ্য।
আরও পড়ুন:- বন্ধ মিড ডে মিলের রান্না! চাল চুরির অভিযোগ তুলে পশ্চিম মেদিনীপুরের বিদ্যালয়ে বিক্ষোভ
আরও পড়ুন:- জন্মদিনের আগে ক্যান্সার রোগীদের জন্য মাথার চুল দান মেদিনীপুরের সপ্তম শ্রেণির ছাত্রী আদৃতা-র
অক্ষয়ের বাড়িতে রয়েছেন তার বাবা এবং মা ও একটি বোন। অক্ষয়ের বাবা ভুবনেশ্বর ভগত একটি দোকানে কাজ করেন। মা আশা দেবী গৃহবধূ। আর্থিক অনটনের জন্য মাধ্যমিক পাশ করার পর পড়াশোনা বন্ধ করে দিয়ে দুধ ও খবরের কাগজ বিক্রি করে উপার্জন শুরু করেন। ছেলের এই উদ্যোগে বাবা মা কখনো বাধা দেননি বরং উৎসাহ যুগিয়েছেন বলে জানালেন অক্ষয়।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
World Tour
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore