Home » Arjun Singh : অভিষেকের হাত ধরে অর্জুনের ঘরে ফেরা, মেদিনীপুরে উৎসব যুবশক্তির

Arjun Singh : অভিষেকের হাত ধরে অর্জুনের ঘরে ফেরা, মেদিনীপুরে উৎসব যুবশক্তির

by Biplabi Sabyasachi
0 comments

Arjun Singh : রবিবার অভিষেক ব্যানার্জীর হাত ধরে সাংসদ অর্জুন সিং ফিরেছেন তৃণমূলে। আর এতেই উৎসবে মেতে উঠল অভিষেক ব্যানার্জীর অনুগামী তৃণমূলর কর্মীরা। যোগদান পর্ব শেষ হতেই মেদিনীপুর শহরে যুবশক্তি অফিসের সামনে আয়োজন করে পিকনিকেরও। ভুরিভোজ চলল রবিবার অনেক রাত পর্যন্ত।


ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : অনেক নাটকীয়তার পরে রবিবার অভিষেক ব্যানার্জীর হাত ধরে সাংসদ অর্জুন সিং ফিরেছেন তৃণমূলে। আর এতেই উৎসবে মেতে উঠল অভিষেক ব্যানার্জীর অনুগামী তৃণমূলর কর্মীরা। যোগদান পর্ব শেষ হতেই মেদিনীপুর শহরে যুবশক্তি অফিসের সামনে আয়োজন করে পিকনিকেরও। ভুরিভোজ চলল রবিবার অনেক রাত পর্যন্ত। প্রায় ৭২ জন তৃণমূলের যুব বাহিনী তথা যুবশক্তির টিম সদস্য মাতলেন আনন্দে।

আরও পড়ুন : কোলাঘাটে চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণার অভিযোগ পার্থ ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

Arjun Singh
নিজস্ব চিত্র : মেদিনীপুরে উৎসব যুবশক্তির

আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে ফের হরিণের মৃতদেহ উদ্ধার, শরীরে ক্ষত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

নেতৃত্বে যুবশক্তির রাজ্য কো-অর্ডিনেটর নির্মাল্য চক্রবর্তী। মেদিনীপুর শহরের সার্কিট হাউস মোড়ে জেলা যুবশক্তি তথা তৃণমূলের যুবদলের একটি কার্য্যালয় রয়েছে। যেখানে মূলত অভিষেক ব্যানার্জীর অনুগামীরাই থাকেন। এই অনুগামীরা নিজেদের কার্য্যালয় হিসেবে তৈরী করেছে “বাংলার যুবশক্তি” পশ্চিম মেদিনীপুর শাখা নামের কার্য্যালয়। রবিবার বিকাল থেকে এই কার্য্যালয়ের সামনে ভিড় জমতে থাকে অনুগামীদের।

আরও পড়ুন : ‘১৫ মিনিট CRPF ছাড়া আসুন, CRPF-এর সামনে মারব’, কাঁথিতে বিরোধী দলনেতাকে হুমকি দিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ গায়েন

Advertisement

অফিসের ভেতরে টিভি চালিয়ে প্রতিমুহুর্তে অর্জুন সিং-এর বিজেপি থেকে তৃণমূলে প্রত্যাবর্তনের দিকে নজর ছিল সকলের। কখন অভিষেক ব্যানার্জী অর্জুন সিং-কে নিয়ে সাংবাদিক সম্মেলন করবেন তার দিকে নজর ছিল। তবে অবশেষে অভিষেক ব্যানার্জীর সাংবাদিক সম্মেলন না হলেও তাঁর হাত ধরে যে অর্জুন সিং ফিরেছেন তা দেখতে পান ৷ তারপরই কার্য্যালয়ে অভিষেক ব্যানার্জী জিন্দাবাদ, মমতা বন্দোপাধ্যায় জিন্দাবাদ মুহুর্মুহু স্লোগান উঠে। রাতে পিকনিকে মেতে উঠলেন সকলে।

আরও পড়ুন : এক ব্যক্তির উপর চড়াও হয়ে ঘরছাড়া করার হুমকি! ঝাড়গ্রামে গ্রেফতার জমি মাফিয়া

নির্মাল্য চক্রবর্তী বলেন, “আমরা সবাই তৃণমূলের কর্মী। অর্জুন সিং দলে ফিরছেন এটা আমাদের কাছে একটা জয়। সেই সাথে আমাদের নেতা অভিষেক ব্যানার্জীর হাত ধরে তিনি ফিরছেন, তা আনন্দকে দ্বিগুণ করে দিয়েছে। তাই উৎসাহিত আমাদের কর্মীরা দিনটিকে উপভোগ করেছেন। খুব শীঘ্রই আরও অনেক বড় মাথা যারা বিজেপিতে রয়েছেন তাঁরা তৃণমূলে যোগ দেবেন মমতা ব্যানার্জী ও অভিষেক ব্যানার্জীর নেতৃত্বে।”

আরও পড়ুন : গড়বেতার পর গাছ পাচারের অভিযোগ মেদিনীপুর সদরে, তদন্তে পুলিশ

এই বিষয়কে আবার তৃণমূলের দলে বিভাজন বলে কটাক্ষ করেছেন বিজেপি নেতারা। বিজেপির জেলা সহ সভাপতি অরুপ দাস বলেন, “অর্জুন সিং চলে যাওয়াতে আমাদের কোনো ক্ষতি হবে না। তবে যারা এটাতে আনন্দ করছেন তারা তো নিজেরাই তৃণমূলের ‘বি’ টিম। দলের গোষ্ঠীদ্বন্দে আলাদা হয়ে গিয়েছেন। তাই অভিষেক ব্যানার্জীর কারণে তারা আনন্দে মেতে উঠেছেন।”

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Arjun Singh

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.