পত্রিকা প্রতিনিধিঃ নির্বাচনের মুখে দলবদল ও যোগদানের হিড়িকে নাম লেখালেন প্রদেশ কংগ্রেস কমিটির এক সদস্য। বুধবার হুগলি জেলার সাহাগঞ্জের মাঠে জনসভায় পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য সৌমেন খাঁন এর হাতে তৃণমূলের পতাকা তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের আগে মেদিনীপুর শহরের দীর্ঘদিনের এই রাজনীতিবিদের তৃণমূলে যোগদান নতুন জল্পনা উস্কে দিল।
প্রসঙ্গত , দু’দিন আগে ওই মাঠে জনসভা করে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ ওই দিন তিনি দাবি করেছিলেন, বাংলার মা-বোনেরা পরিশুদ্ধ পানীয় জল পান না৷ তৃণমূলের আমলে মা-বোনেরা যথাযোগ্য সম্মান পায় না বলেও সুর চড়িয়েছিলেন তিনি৷ আজকের জনসভা থেকে মোদীর সব অভিযোগের জবাব যে মমতা ফিরিয়ে দেবেন তা ধরেই নিয়েছিল রাজনৈতিক মহল৷ হলও তাই৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘একটা লাইন বাংলায় বলে বাংলার মন জয় করা যায় না৷ বাংলার মন জানতে গেলে ভালোবাসতে হয়৷ সেদিনকে বড় বড় এবারের ভোটে সব কিছুকে ছাপিয়ে গিয়েছে ‘খেলা হবে’ স্লোগান৷ এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও শোনা গেল ‘খেলা হবে’ স্লোগান ৷
মমতা বলেন, ‘‘মা বোনেরা এবার খেলা হবে কি? একুশের নির্বাচনে একটাই খেলা হবে৷ একদিনে তৃণমূল৷ অন্যদিকে বাকিরা৷ আমি হব গোলরক্ষক৷ দেখি কে কটা গোল করে৷ সব বল যাবে বারের ওপর দিয়ে৷’’ কথা বলে গেলেন৷ এখানকার মা-বোনেরা নাকি সুরক্ষিত নয়৷ আমি প্রশ্ন করতে চাই বিজেপির মা-বোনেরা কি সুরক্ষিত? মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, পাঞ্জাব সব জায়গায় মেয়েরা অসুরক্ষিত৷ বাংলায় মেয়েরা সুরক্ষিত৷’’তাঁর আরও সংযোজন, ‘‘বাংলায় কন্যাশ্রী কে করেছে? শিক্ষাশ্রী কে দিয়েছে? সবুজসাথী কে দিয়েছে? বিনামূল্যে ট্যাবলেট কে দিয়েছে? স্বাস্থ্যসাথী কার্ড কে দিয়েছে? মোদীবাবু কি দিয়েছে? ডুগডুগি?’’