0
পত্রিকা প্রতিনিধি :গতকাল রাতে কোলাঘাট ব্লকের তিনজন করোনা পজেটিভ কেস ধরা পড়ে। আজ সকাল ছটা নাগাদ কোলাঘাট ব্লকের গোপালনগর থেকে দুই করনা আক্রান্ত রোগীকে পাঁশকুড়া করোনা হসপিটাল। নিয়ে যাওয়ার পথে জাতীয় সড়ক ৬ কোলিশ্বর কাছে একটি লরির পিছনে ধাক্কা মারে করোনা আক্রান্ত রোগী বহনকারী অ্যাম্বুলেন্স। ঘটনাস্থলেই মৃত্যু হয় এম্বুলেন্স চালক রবীন্দ্রনাথ মন্ডল। উল্লেখযোগ্য গাড়িতে করোনা আক্রান্ত রোগী থাকায়, দুর্ঘটনাগ্রস্ত গাড়ির সামনে এলকাবাসী কেউ আসে নাই । পাঁশকুড়া করোনা হাসপাতাল থেকে স্বাস্থ্যকর্মীরা আসার পর দুই করন আক্রান্ত রোগী গুরুতর অবস্থায় পাঁশকুড়া করোনা হসপিটালে ভর্তি করেন।
কোলাঘাট ব্লকের একমাত্র করোনা রোগী বহনকারী গাড়ি চালাত এই ব্যক্তি। কোলাঘাট গোপালনগর এলাকায় শোকের ছায়া।