2
পত্রিকা প্রতিনিধি: দীর্ঘদিন লকডাউন এরপর ধীরে ধীরে যানবাহন চালু হচ্ছে। আর রাজ্যের পরিবহণমন্ত্রীর বিধানসভা এলাকায় সেভ ড্রাইভ সেভ লাইফ কে বুড়ো আঙুল দেখিয়ে বেপরোয়া গাড়ি চালাতে গিয়ে নন্দীগ্রামের রেয়াপাড়া এলাকায় মারুতি ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে আহত হন চার জন।
পতক্ষ্য দর্শীদের মতে এদিন দুপুর নাগাদ নন্দীগ্রামের দিকথেকে আসা একটি মারুতি ও অপরদিক থেকে আসা মুরগীর খাওয়ার বোঝাই একটি টেম্পোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়, তাতে গুরুতর আহত হয় ৪ জন, স্থানীয় লোকজনেরা উদ্ধার করে রেয়াপাড়া গ্রামীন হাসপাতালে পাঠায়, এদের মধ্যে টেম্পোর হেলপারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় অনত্র জেলা হাসপাতালে রেফার করা হয়েছে।