পত্রিকা প্রতিনিধি : আগস্ট মাসের শেষ লকডাউনেও একই ছবি রাস্তায় বেরোলেই হাজির পুলিশ। খড়্গপুর, মেদিনীপুর, দাঁতন, সবং, চন্দ্রকোনা, ঘাটাল, দাসপুর সহ জেলার সর্বত্রই চলছে নাকা-চেকিং, সঙ্গে শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে রয়েছে পুলিশি পাহারা। যে কোনো গাড়ি দেখলেই দাঁড় করিয়ে চালক ও সওয়ারিদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। LOCKDOWN, LOCKDOWN, BENGAL NEWS, BIPLABI SABYASACHI NEWS, LOCKDOWN BENGALI NEWS, KHARAGPUR NEWS, MEDINIPUR NEWS
আরো পড়ূণ- নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি, আত্মঘাতী চন্দ্রকোনার বিএসএফ জওয়ান
মেদিনীপুর শহরে আগস্ট মাসের শেষ লকডাউনও অন্যান্য লকডাউন গুলোর মতই হলো । সোমবার সকাল থেকে শহরের প্রধান রাস্তা গুলিতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল এছাড়াও শহরের সমস্ত প্রধান বক্তা এমনকি গলিপথেও পুলিশি টহলদাড়ি ছিলো নজরকাড়া । এই দিনও খুব প্রয়োজন ছাড়া সাধারণ মানুষকে রাস্তায় বের হতে দেখা যায়নি । হাসপাতাল ডাক্তার খানা কিংবা ওষুধ দোকান বা বিশেষ প্রয়োজনেই কেউ কেউ রাস্তায় বেড়িয়ে ছিলেন । আগস্ট মাসের শুরু থেকে শহরে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছিলো । করণা সংক্রমণ ঠেকাতে সাধারণ মানুষের মধ্যেই সচেতনতা গড়ে ওঠে । লকডাউন গুলোতে মানুষকে রাস্তায় বের হতে দেখা যায়নি ।
অপরদিকে রেলশহরে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন বেড়েই চলছে সঙ্গে সঙ্গে বেড়ে চলেছে পুলিশের কড়া নজরদারি। রাস্তায় বেরিয়ে সঠিক প্রমাণ সহ কারণ না দেখাতে পারলে গ্রেফতার করা হচ্ছে লকডাউন অমান্যকারীদের। সমস্ত জায়গায় বন্ধ ১০০ শতাংশ দোকান। ছাড় শুধু ওষুধের দোকানে। লকডাউনের জেরে একেবারেই শুনসান খড়্গপুর শহর।সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকায় দেখা যায় পুলিশি টহল।খড়্গপুর শহরে গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজন আইন অমান্যকারীদের।
লকডাউন ভেঙে রাস্তায় বের হওয়ায় শেষ পাওয়া খবরে মোট ৫০ জনকে গ্রেফতার করেছে খড়্গপুর টাউন থানার পুলিশ।খড়্গপুর টাউন থানার আই.সি রাজা মুখোপাধ্যায় বলেন, ” সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্তে চলে পুলিশের নাকা -চেকিং। কোনো কারন ছাড়াই লকডাউন ভেঙে রাস্তায় আসায় দুপুর ১২ টা পর্যন্ত ৫০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশি নজরদারি রাত পর্যন্ত চলবে। ‘
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi