Home » Cyber Crime : মহিষাদলে সাইবার প্রতারণায় প্রায় ২২ লক্ষ টাকা খোয়ালেন প্রাক্তন সরকারি কর্মী 

Cyber Crime : মহিষাদলে সাইবার প্রতারণায় প্রায় ২২ লক্ষ টাকা খোয়ালেন প্রাক্তন সরকারি কর্মী 

by Biplabi Sabyasachi
0 comments

A former government employee lost about 22 lakh rupees in cyber crime in Mahishadal

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : সাইবার প্রতারণায় ২১  লক্ষ ১৬ হাজার টাকা খোয়ালেন মহিষাদল ব্লকের কেশবপুর জালপাই গ্রামের বাসিন্দা পূর্ব মেদিনীপুর জেলার প্রাণিসম্পদ দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মী বীথিকা মাইতি। ইং ২০২০ সালের অক্টোবর মাসে বীথিকা মাইতি তমলুক জেলা প্রাণিসম্পদ দপ্তর  অফিসের হেড ক্লার্ক পদ থেকে অবসর গ্রহণ করেন। গত ইং১৯৯০ সালের নভেম্বর মাসে  বীথিকাদেবীর স্বামী বিশ্বনাথ মাইতি ক্যান্সারে আক্রান্ত হয়ে  মারা যান। বিশ্বনাথ বাবু হলদিয়া ব্লকে প্রাণিসম্পদ দপ্তর– এর  ভেটেনারি( সার্জেন) অফিসার ছিলেন।

প্রতীকি ছবি

স্বামীর মৃত্যুর পর  বীথিকা দেবী চাকরি পান। প্রায় ২৯ বছর ৪ মাসের কর্মজীবন শেষে পাওয়া যাবতীয় সুযোগ-সুবিধা এক নিমেষে খুইয়ে দিলেন প্রতারণার খপ্পরে পড়ে বিথীকাদেবী। তিনি তমলুক নিমতৌড়ি সাইবার থানায় লিখিত অভিযোগ করে দ্বারস্থ হয়েছেন। এই বিষয় নিয়ে বীথিকা দেবীর কাছে ফোনে যোগাযোগ করলে উনি বলেন ,আমার মানসিক অবস্থা খুবই খারাপ । আমি কিছুই বলতে পাচ্ছি না আপনাকে। তবে প্রতারণার ঘটনা সত্য। সাইবার থানার আই .সি সজন সোম জানিয়েছেন, প্রতারকরা একটি ব্যাংকের হায়দ্রাবাদ ও কলকাতার শাখায় যথাক্রমে সাড়ে ৩৫ হাজার’ এবং সাড়ে ৪৫ হাজার টাকা সৱিয়ে ছিল।

Cyber Crime

ওই দু’ টি অ্যাকাউন্ট থেকে  ৮১ হাজার টাকা উদ্ধার করে কোটের অনুমতি নিয়ে দিন –চারেক আগে বীথিকা দেবীর অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। বাকি টাকার উদ্ধারের তদন্ত চলছে। বীথিকা দেবী অবসর গ্রহণের পর যাবতীয় টাকা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে রেখেছিলেন ।গত  ইং২০ জানুয়ারি বীথিকাদেবীর মোবাইলে ফোন আসে। সাইবার প্রতারকরা নিজেকে ব্যাঙ্ক কর্মী পরিচয় দিয়েই প্রথমেই তাঁর অ্যাকাউন্ট নম্বর জানায় । এরপর কেওয়াইসি আপডেট করার জন্য প্রয়োজনীয় সব তথ্য চাওয়া হয়। সরল বিশ্বাসে সমস্ত তথ্য দিয়ে দেন। তারপর সাইবার প্রতারকরা ইং২০ও ২১  জানুয়ারি ২০২২, মোট চার দফায় ২১ লাখ ১৬ হাজার টাকা অ্যাকাউন্ট থেকে গায়েব করে নেয়।

Advertisement

ঘটনার পর থেকে বীথিকা দেবী মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। ইং  ২৮ জানুয়ারি তমলুক সাইবার থানায় দ্বারস্থ হয়েছেন তাঁর অবসর গ্রহণের খোয়ানো টাকা ফিরে পাওয়ার জন্য। ব্যাংক এবং জেলার বিভিন্ন থানার তরফ থেকে বারবার সতর্ক করা হয়েছে ব্যাংকের কোন গোপন তথ্য কাউকে দেবেন না। প্রয়োজন মনে করলে আপনার অ্যাকাউন্ট বই যে ব্যাংকে খোলা আছে। সেই ব্যাংকের ম্যানেজারের সঙ্গে গিয়ে যোগাযোগ করুন। এক ব্যাংক ম্যানেজার বলেন,  সাইবার ক্রাইমদের প্রতারণার খবর বারে বারে পত্রপত্রিকায় খবর প্রকাশিত হচ্ছে। গ্রাহকদেরকে আরও বেশি বেশি করে সতর্ক হতে হবে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi

Cyber Crime

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.