বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : নারী নির্যাতন রোধে পাহাড় থেকে সমতল অঙ্গীকার যাত্রায় সামিল হবেন মহিলারা। ৯ থেকে ১৬ ডিসেম্বর সারা রাজ্য জুড়ে অঙ্গীকার যাত্রা হবে ‘জাগো নারী জাগো বহ্নিশিখা’ সংগঠনের ব্যানারে। সেই যাত্রা মেদিনীপুর শহরও পরিক্রমা করবে। ২৯ নভেম্বর মেদিনীপুর শহরের কলেজ স্কোয়ারে অবস্থিত বিপ্লবীদের মূর্তির পাদদেশে মোমবাতি প্রজ্জ্বলন করা হবে সংগঠনের পক্ষ থেকে। ওই কর্মসূচিকে সামনে রেখে শনিবার বিকেলে সাংবাদিক সম্মেলন করে। উপস্থিত ছিলেন সংগঠনের অভ্যর্থনা কমিটির মেদিনীপুর শহর সভাপতি রোশেনারা খান, সম্পাদিকা অনিন্দিতা জানা, জগবন্ধু অধিকারী, রেখা সাহু প্রমুখ।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group : Click Here

গোটা দেশ জুড়ে বেড়েই চলেছে নারী নির্যাতন, ধর্ষণ, খুনের ঘটনা। অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথে নেমেছেন মহিলা-পুরুষ নির্বিশেষে। ঘরে বাইরে বিভিন্ন জায়গায় নির্যাতনের শিকার হতে হচ্ছে মহিলাদের। প্রতিকার খুঁজছেন বিশিষ্টজন থেকে শুরু করে সাধারণ মানুষজন। নারী নির্যাতন রোধ এবং নারীদের সাহস জাগাতে ৯ – ১৬ ডিসেম্বর এই রাজ্যে অভিনব এক কর্মসূচী গৃহীত হয়েছে। রোকেয়া সাখাওয়াত হোসেনের মৃত্যু দিবসে শুরু করে দামিনী দিবসে সমাপ্ত হবে অঙ্গীকার যাত্রা।
আরও পড়ুন : কিছুতেই এই গাছ কাটতে দেবো না’, আঁকড়ে ধরল খুদেরা, মেদিনীপুরের প্রাচীন গাছ কাটা আটকাতে প্রতিবাদ

রাজ্যের চারটি অংশ কোচবিহার, কাকদ্বীপ, পুরুলিয়া ও ঝাড়গ্রাম থেকে হাজার হাজার মহিলা ১৬ ডিসেম্বর সমবেত হবেন কলকাতায়। ঝাড়গ্রাম, মেদিনীপুর জেলার অঙ্গীকার যাত্রীরা ১১ ডিসেম্বর উপস্থিত হবেন শহীদ তীর্থ মেদিনীপুর শহরে এবং ১২ ডিসেম্বর মেদিনীপুর শহর পরিক্রমা ও সাংস্কৃতিক কর্মসূচিতে অংশ নিবেন।
আরও পড়ুন : কন্টেনারের চাকা ব্লাস্ট হতেই লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, মৃত এক
রোশেনারা খান বলেন, “শুধু সরকার নয়, আমাদেরকেও দায়িত্ব নিতে হবে নারী নির্যাতন রোধে। প্রতিবাদীই প্রতিকারের পথ। বাইরেও মেয়েদের উপস্থিত বুদ্ধি কাজে লাগাতে হবে। মাঝে মাঝে মনে হয় আদিম যুগের থেকেও এখন মেয়েরা আরও বেশি পরাধীন হয়ে পড়েছে।” অনিন্দিতা জানা বলেন, “সমাজ অভ্যন্তরে প্রতিদিন প্রতিমুহূর্তে লাঞ্ছিতা, ধর্ষিতা শিশু কন্যা থেকে শুরু করে বৃদ্ধার গুমরে ওঠা আর্তনাদে ভারী এই পরিবেশকে বাঁচার উপযুক্ত করে গড়ে তুলতে এই অঙ্গীকার যাত্রা।”
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Women protest
Biplabi Sabyasachi Largest Bengali Newspape