বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : হাতির লেজ ধরে টানা, পাথর ছোঁড়া, লাঠি ছোঁড়া সহ হাতিকে উত্ত্যক্ত করার চিত্র দেখা গিয়েছে পশ্চিম মেদিনীপুরের শালবনীর রঞ্জা এলাকায়। সেই ভিডিও সোশ্যাল মাধ্যমে ভাইরাল হতেই নিন্দার ঝড়। ঘটনায় এক যুবককে আটক করে বনদপ্তর। বাকিদের খোঁজ চালাচ্ছে বনদপ্তর। ঘটনাটি বুধবার শালবনীর রঞ্জা এলাকায়। দুটি দাঁতাল হাতির মধ্যে লড়াই বাধে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group : Click Here

আরও পড়ুন : কংসাবতী নদীতে দুই নৌকোর ধাক্কা, জলে পড়লো বাইক সহ দুজন
রাস্তার উপরে প্রায় দু’ঘণ্টা ধরে এমন ঘটনায় যানজট সৃষ্টি হয়। দুই প্রান্তেই দাঁড়িয়ে পড়ে বিভিন্ন যানবাহন। সেই মুহূর্তের সাক্ষী থাকতে ভিড় জমান উৎসুক জনতা। সেই সময় বেশ কিছু যুবক হাতিকে লক্ষ্য করে পাথর লাঠি ছোঁড়ে। আরও এক যুবককে দেখা গিয়েছে জঙ্গলের ভেতরে ঢুকে হাতির লেজ ধরে টানতে।

আরও পড়ুন : টোটোদের দৌরাত্ম্য! উল্টে আহত চার যাত্রী
খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পিড়াকাটা রেঞ্জ আধিকারিক শুভজিৎ দাস, রঞ্জা বিট আধিকারিক নবেন্দু সাপুই সহ অন্যান্য বন কর্মীরা। ঘটনাস্থল থেকেই ওই যুবককে আটক করে রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়। চলে জিজ্ঞাসাবাদ। বনদপ্তর জানিয়েছে, ওই যুবকের নাম রাজকুমার মাহাত। বাড়ি শালবনির ভাঙ্গাবাঁধ এলাকায়। পেশায় সিভিক ভলান্টিয়ার ওই যুবক।

দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে আটক করে রাখা হয়। পরে ভুল স্বীকার করে মুচলেকা দেয় বলে জানা গিয়েছে। পিড়াকাটা রেঞ্জ আধিকারিক শুভজিৎ দাস বলেন, “হাতির লেজ টানার ঘটনায় ওই যুবককে আটক করা হয়েছিল। সে তার ভুল স্বীকার করেছে এবং ভবিষ্যতে বন্যপ্রাণীকে উত্ত্যক্ত করবে না বলেও কথা দিয়েছে। বাকিদের খোঁজ চলছে। আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” তবে হাতিকে উত্ত্যক্ত না করার বার্তা দিয়ে মাইকিং অব্যাহত এলাকায়।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Elephant harassment
Biplabi Sabyasachi Largest Bengali Newspape