বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: রাজ্যে উচ্চমাধ্যমিকে তাক লাগিয়ে দিল ঝাড়গ্রামের শ্রীরামকৃষ্ণ একলব্য স্কুলের দারিদ্র পরিবারের ছাত্রী মিনতি ।দারিদ্রতাকে জয় করে উচ্চমাধ্যমিকে সাঁওতালি মাধ্যমে প্রথম ঝাড়গ্রামের কাঁদনাশোলের মিনতী। উচ্চমাধ্যমিকে সাঁওতালিতে প্রথম ঝাড়গ্রাম একলব্য মডেল রেসিডেন্সি স্কুলের মিনতি হেমব্রম, প্রাপ্ত নম্বর ৪৭৩। বাবা নেই অভাবী সংসারে হাল জোটানোই দায় তার উপরে মেয়ের পড়াশোনার খরচ চালানো কষ্ট সাধ্য, তাই মেয়েকে রেসিডেন্সি স্কুলে রেখে পড়ানো।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group : Click Here

আরও পড়ুন : রাতের অন্ধকারে ভাঙলো পানীয় জলের পাইপ, অভিযোগে তীর ঠিকাদারদের বিরুদ্ধে
মা দিন মজুর করে সংসার চালান। তবে উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা হতেই অভাবী সংসারে খুশির আলো। সাঁওতালি বিভাগে প্রথম মিনতি। ঝাড়গ্রামের গোপীবল্লভপুররের প্রত্যন্ত গ্রামের মেয়ে। উচ্চমাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর ৪৭৩

আরও পড়ুন : ইতিহাস স্মরণ করাতে চার বিপ্লবীর নামে মেদিনীপুরের রাস্তার নামকরণ
প্রত্যন্ত গ্রামের স্বপ্ন সে মাতৃভাষার জন্য কিছু করা, সাঁওতালি মিডিয়ামের বেশ কিছু স্কুল বন্ধ হয়ে যাচ্ছে সেগুলোকে চালিয়ে নিয়ে যাওয়া তার লক্ষ্য। উচ্চশিক্ষার জন্য সে বেছে নিয়েছে পলিটিক্যাল সায়েন্সের মতো বিষয়।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Santhali topper
Biplabi Sabyasachi Largest Bengali Newspaper