বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: চন্দননগরের আলোকসজ্জায় দিঘার জগন্নাথ মন্দির সজ্জিত হতে চলেছে। দিঘা এবং এর সংলগ্ন রাস্তাগুলো আলোয় সাজানো হয়েছে।দীঘায় মন্দির নির্মাণের কাজ এখনও চলছে এবং এই আয়োজনের মাধ্যমে জগন্নাথ ধামটিকে আরও সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। জগন্নাথ মন্দিরের যাবতীয় পরিকাঠামো ও সঠিক সুরক্ষা রয়েছে কিনা সে বিষয়ে প্রশাসনিক তরফ থেকে বারবার খতিয়ে দেখার কাজ চলছে। পাশাপাশি উদ্বোধনের দিন যাতে কোনওরকম বিভ্রাট না হয় সে বিষয়ে সজাগ দৃষ্টি রেখেছে প্রশাসন। ইতিমধ্যেই মন্দির উদ্বোধন ঘিরে আলোকসজ্জার কাজ শুরু হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, চন্দননগরের বিশেষ আলো এসেছে দিঘা জগন্নাথ মন্দির-সহ দিঘার রাস্তার সাজ সজ্জায়।মন্দিরে থাকছে বিশেষ আলোকসজ্জার ব্যবস্থাও। রাতে বর্ণিল সাজে সেজে উঠবে আবেগের এই জগন্নাথ মন্দির।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group : Click Here

অক্ষয় তৃতীয়ার দিন মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন হলেও আগের দিন অর্থাৎ ২৯ এপ্রিল নবনির্মিত মন্দির চত্বরে যজ্ঞের আয়োজন করা হয়েছে। বহু মানুষ সেই যজ্ঞেও যোগ দেবেন। এই দু’দিনের কর্মসূচি ঘিরে যাতে কোনও রকম অপ্রীতিকর কিছু না–ঘটে, সে জন্যে সতর্ক প্রশাসন।
নিরাপত্তার কথা মাথায় রেখে এখন দিঘাজুড়ে স্থায়ী সিসি ক্যামেরা বসানোর কাজ করেছে দিঘা–শঙ্করপুর উন্নয়ন সংস্থা। মন্দিরের সামনে চৈতন্যদ্বার গেট তৈরি হয়ে গিয়েছে। কিছু ছোটখাট কাজ বাকি আছে। শীঘ্রই চৈতন্যদ্বার খুলে যাবে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper