Home » BJP Protests at District Magistrate’s Office : তৃণমূল পার্টি অফিসে মহিলার যৌন হেনস্তার অভিযোগে বিজেপির জেলাশাসক দপ্তর অভিযান, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

BJP Protests at District Magistrate’s Office : তৃণমূল পার্টি অফিসে মহিলার যৌন হেনস্তার অভিযোগে বিজেপির জেলাশাসক দপ্তর অভিযান, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

by Biplabi Sabyasachi
0 comments

বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : মকরামপুর কাণ্ডে বিজেপির জেলা শাসক দপ্তর অভিযান ঘিরে ধুন্ধুমার বেঁধে গেল সোমবার বিকেলে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিজেপি কর্মীদের। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। নারায়ণগড় ব্লকের মকরামপুরে তৃণমূল কার্যালয়ে বিজেপির প্রাক্তন মহিলা কর্মীকে ডেকে রবিবার যৌন হেনস্তার অভিযোগ ওঠে তৃণমূলের অঞ্চল সভাপতি লক্ষ্মীকান্ত শিটের বিরুদ্ধে। ওই মহিলা মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।

আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :

For WhatsApp Group : Click Here

2/4. বিজেপির অভিযোগ, তৃণমূলের লক্ষীকান্ত শিট পার্টি অফিসে ডেকে মুচলেকা নেয়, তিনি বিজেপি করেন না এই মর্মে। সেই মুচলেকা দিতে গিয়েছিলেন ওই মহিলা। পার্টি অফিসের ভেতরে তার যৌন হেনস্তা করা হয় বলে অভিযোগ। লক্ষীকান্ত সিটকে অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানিয়ে রবিবার সন্ধ্যায় জেলা পুলিশ সুপারের দপ্তরের সামনে বিক্ষোভ দেখিয়েছিল বিজেপি নেতাকর্মীরা।

3/4. কিন্তু এখনো অভিযুক্ত অধরা থাকায় সোমবার জেলাশাসক দপ্তর অভিযান। নেতৃত্বে ছিলেন বিজেপি নেত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পাল। বিজেপির বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। যানজট সৃষ্টি হয় কালেক্টরের চত্বরে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পর রাস্তায় বসে পড়েন অগ্নিমিত্রা পাল। পুলিশ রাস্তা থেকে সরানোর চেষ্টা করলেও দীর্ঘক্ষণ টানাপোড়ন চলে। ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মীকে আটক করে পুলিশ।

আরও পড়ুন : মেলা দেখতে গিয়ে বচসা! নারায়ণগড়ে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ

আরও পড়ুন : পিংলায় বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ, আহত ড্রাইভার সহ ২

4/4. অগ্নিমিত্রা পাল বলেন, “আমাদের কর্মীকে তৃণমূলের পার্টি অফিসে ডেকে লক্ষ্মীকান্ত শিট ধর্ষণ করেছে। আমরা আমাদের মেয়ের জন্য প্রতিবাদ জানাতে এসেছি। মেদিনীপুরে সরকারি হাসপাতালে তার রিপোর্ট বিকৃত করা হয়েছে। পুলিশ প্রতিবাদকে দমাতে চাইছে। কিন্তু তারা জানে না এভাবে প্রতিবাদ দমানো যায় না। আমাদের দাবি লক্ষ্মীকান্ত শিটকে অবিলম্বে গ্রেফতার করা হোক। কিন্তু তা না করে আড়াল করে রেখেছে। তৃণমূল ক্রিমিনালদের আড়াল করতে চাই। পুলিশকে জানতে চেয়েছি কবে অ্যারেস্ট করবে? পুলিশ উত্তর দিতে পারেনি।”

আরও পড়ুন : এগরায় জঙ্গি সন্দেহে আটক ২ বাংলাদেশি

আরও পড়ুন : পিংলায় আবগারি দপ্তরের অভিযান, ২০০০ লিটার চোলাই তৈরীর উপকরণ নষ্ট

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

BJP protests at District Magistrate’s office over woman’s harassment at TMC office

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.