Home » Road Accident : উল্টে গেল বরযাত্রী বোঝাই বাস, জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু যুবকের, পথ নিরাপত্তা কর্মসূচি পুলিশের

Road Accident : উল্টে গেল বরযাত্রী বোঝাই বাস, জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু যুবকের, পথ নিরাপত্তা কর্মসূচি পুলিশের

by Biplabi Sabyasachi
0 comments

বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : বিয়ে শেষে বরযাত্রী ফিরছিলেন বাড়ির উদ্দেশ্যে বাসে করে। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। বাসের ভিতরে থাকা যাত্রীরা অনেকেই আহত হন। তড়িঘড়ি তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠালো পুলিশ। আবার দুপুরবেলায় জাতীয় সড়কে লরির ধাক্কায় প্রাণ গেল এক যুবকের। লরি আটকে বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দুটি ঘটনায় শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার আনন্দপুর থানা এলাকার।

আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :

For WhatsApp Group : Click Here

2/4. পুলিশ সূত্রে জানা গিয়েছে, শালবনীর চাঁদাবিলা থেকে কেশপুরের কলাগ্রামে ফিরছিল বরযাত্রী বোঝাই একটি বাস। ভোর বেলা আনন্দপুর থানার গামারিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। বাসের ভেতরে প্রায় ৫০ জন ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আনন্দপুর থানার পুলিশ। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। গুরুতর আহতদের মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনায় পাঁচজন গুরুতর আহত হয়েছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

3/4. অন্যদিকে, শুক্রবার দুপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। ঘটনাটি আনন্দপুর থানার লেপসা পাচরা এলাকায়। জানা গিয়েছে, কেশপুর- আনন্দপুর রাজ্য সড়কের লেপসা পাচরা এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। মৃত যুবকের নাম শেখ সাহিল (২৫)। আনন্দপুর এলাকার বাসিন্দা। ঘটনার পরেই উত্তেজিত জনতা ট্রাকটিকে আটক করে বিক্ষোভ দেখায়। সেই সঙ্গে মৃতদেহ আটকে অবরোধও করেন তাঁরা।

আরও পড়ুন : মাধ্যমিক পরীক্ষার্থী জমজ তিন ভাইকে ঘিরে কৌতুহল

আরও পড়ুন : বাংলাদেশের পুণ্যার্থী ছাড়াই মেদিনীপুর জোড়া মসজিদে উরুষ উৎসব

4/4. ঘটনাস্থলে পৌঁছায় আনন্দপুর থানার পুলিশ। পুলিশি হস্তক্ষেপে অবরোধ উঠলে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে। আটক করা হয়েছে ঘাতক লরিটিকে। পাশাপাশি পথ নিরাপত্তার প্রচারে নামলো গুড়গুড়িপাল থানার পুলিশ। শুক্রবার বিকেলে এনায়েতপুরে একটি পদযাত্রা করে “সেফ ড্রাইভ সেভ লাইফ” কর্মসূচিকে সামনে রেখে। জানা গিয়েছে, ইদানিং ওই এলাকায় একাধিক পথ দুর্ঘটনা ঘটেছে। গাড়ি চালানোর ক্ষেত্রে একাধিক নিয়ম মেনে চলার বার্তা পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছে এদিন।

আরও পড়ুন : এগরায় জঙ্গি সন্দেহে আটক ২ বাংলাদেশি

আরও পড়ুন : পিংলায় আবগারি দপ্তরের অভিযান, ২০০০ লিটার চোলাই তৈরীর উপকরণ নষ্ট

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Wedding Bus Overturns, Youth Dies in Highway Accident, Police Safety Drive

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.