Midnapore
বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : মেদিনীপুর শহর সংলগ্ন এলাকায় অস্বাভাবিক জোড়া দেহ উদ্ধার। এসবেস্টরের ছাউনি দেওয়া একটি বাড়ির ভেতর থেকে নিজের বৌদির সঙ্গে দেওরের ঝুলন্ত দেহ উদ্ধার । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে পৌঁছায় কোতওয়ালী থানার পুলিশ। পুলিশ ভেতর থেকে বন্ধ থাকা রুমের সিমেন্টের জানালা ভেঙে ভিতরে প্রবেশ করে পরপর দেহগুলি উদ্ধার করে। তবে নিখোঁজ ওই মহিলার চার বছরের সন্তান। খোঁজ শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে অনুমান-দুজনের মধ্যে অবৈধ সম্পর্ক ছিল। তার পরিণতি দিতে এই ঘটনা।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group 1: Click Here
For WhatsApp Group 2: Click Here
ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরের প্রান্তে থাকা ফড়িংডাঙ্গা এলাকায়। স্থানীয় পঞ্চায়েত সদস্য গুরুবারি হেমরম বলেন, “মৃতেরা সম্পর্কে দেওর-বৌদি। দেওরের নাম সমর মান্ডি। মহিলার নাম নিয়তি মান্ডি। ওই মহিলার স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন। তাদের চার বছরের একটি সন্তান রয়েছে। সমর বেকার যুবক। তেমন কোনো কাজকর্ম করত না। আজ সকালে স্থানীয়দের কাছে খবর শুনে এসে দেখি তাদের ঝুলন্ত দেহ পাওয়া গিয়েছে বাড়ির ভেতর থেকে। সম্ভবত তাদের মধ্যে কোন সম্পর্ক ছিল। তবে বাচ্চাটিকে পাওয়া যাচ্ছে না। খোঁজ চলছে।”
Midnapore
আরও পড়ুন : প্লাবিত ঘাটাল, মেদিনীপুর শহরেও বাড়িতে ঢুকলো জল
আরও পড়ুন : বনদপ্তরের অনুমতি ছাড়াই মহিলা কলেজে গাছ কেটে পরিবহনের অভিযোগ
ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে ফড়িংডাঙ্গা এলাকাতে। পরিবারের অন্য সদস্য সূত্রে জানতে পেরে স্থানীয়রা সেখানে হাজির হয়েছিল। দেখা যায় অ্যাসবেস্টরের ছাউনি দেওয়া বাড়ির ভেতরে ভেতর থেকে দরজা খিল দিয়ে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে। ফলে সাহস করে পুলিশের অনুপস্থিতিতে পরিবার সহ অন্যান্য স্থানীয়রা কেউই ভিতরে প্রবেশ করতে পারেনি। খবর দেওয়া হয় কোতোওয়ালী থানার পুলিশে। পুলিশ এসে ওই রুমের সিমেন্টের জানালা ভেঙে ভিতরে প্রবেশ করে দেখেন ঝুলন্ত দেহ বৌদি ও দেওরের।
আরও পড়ুন : ইসরোর দরবারে পিংলার সৌম্যদীপ! ভবিষ্যতে স্বপ্ন গবেষণার
আরও পড়ুন : পুরোনো মামলায় বিজেপির একাধিক নেতা কর্মীর বাড়িতে অভিযান পুলিশের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Midnapore
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper