Midnapore Hospital
বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে জীবিত রোগীকে মৃত বলে ঘোষণা করার অভিযোগ তুললেন ডাক্তারদের বিরুদ্ধে রোগীর পরিবার পরিজনেরা। ডাক্তারদের ভূমিকা নিয়ে বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে হাসপাতাল চত্বরে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় মেদিনীপুর হাসপাতালে। যদিও হাসপাতাল সুপার জানিয়েছেন, “রোগী মৃত অবস্থাতেই এসেছিল।” জানা গিয়েছে, রবিবার বিকেলে কংসাবতী নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে যায় খড়্গপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কিশোর ভি সাই (১৭)।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group 1: Click Here
For WhatsApp Group 2: Click Here
তড়িঘড়ি তাকে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে পরিবারের লোকজন। অভিযোগ, হাসপাতালের এমার্জেন্সিতে নিয়ে আসার পরেই চিকিৎসকেরা তাকে দেখে মৃত বলে জানায়। এমনকি তার কপালে ডেথ স্টিকার লাগিয়ে দেওয়া হয়। কিন্তু রোগীর পরিবার-পরিজনদের অভিযোগ, তখনও পর্যন্ত তার হৃদস্পন্দন চালু ছিল। পরে তারা রোগীর বুকে পাম্প করতে রোগী বমি করতে শুরু করে। তারপরই জোরালো হয় পরিস্থিতি। ডাক্তারদের চিকিৎসা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিবারের লোকেরা। উত্তেজনা সৃষ্টি হয় হাসপাতাল চত্বরে। তড়িঘড়ি রোগীকে নিয়ে যাওয়া হয় ICU তে। পরবর্তী সময়ে ভি সাইকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
Midnapore Hospital
আরও পড়ুন : প্লাবিত ঘাটাল, মেদিনীপুর শহরেও বাড়িতে ঢুকলো জল
আরও পড়ুন : বনদপ্তরের অনুমতি ছাড়াই মহিলা কলেজে গাছ কেটে পরিবহনের অভিযোগ
মৃতের পরিবারের অভিযোগ, মেদিনীপুর মেডিক্যাল কলেজের মতো হাসপাতালে চিকিৎসা পরিষেবা একেবারে তলানিতে ঠেকেছে। সিনিয়র ডাক্তারদের দেখা মেলে না। জুনিয়র ডাক্তারদের দিয়ে হাসপাতাল চলছে। যার গাফিলতিতেই এদিন ১৭ বছরের এক কিশোরের মৃত্যু হলো। এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন তারা। যতক্ষণ না পর্যন্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে, তারা হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাবেন। পোস্টমর্টেম করতেও কোনো সহযোগিতা করবেন না বলে জানিয়েছেন। যদিও হাসপাতাল সুপার ডাঃ জয়ন্ত রাউত ফোনে জানিয়েছেন, এই ধরনের বিষয়ে মৃতের পেশী সংকোচনের ফলে অনেক সময় মুখ থেকে তরল পদার্থ বের হয়। তা দেখেই রোগীর পরিজনেরা ভেবেছিল রোগী বেঁচে রয়েছে। তবে রোগী মৃত অবস্থাতেই এসেছিল।”
আরও পড়ুন : ইসরোর দরবারে পিংলার সৌম্যদীপ! ভবিষ্যতে স্বপ্ন গবেষণার
আরও পড়ুন : পুরোনো মামলায় বিজেপির একাধিক নেতা কর্মীর বাড়িতে অভিযান পুলিশের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Midnapore Hospital
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper