ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : যখন তখন জঙ্গল ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়ে দলমার দাঁতাল। আর তাতেই ঘটতে পারে কোন বিপদ! গণতন্ত্রের উৎসবের দিনে এমনই আশঙ্কা করে পুরো জঙ্গল রাস্তা করা পাহারায় রইল বনকর্মীরা। সকাল থেকে জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে গিয়েও মানুষজনদের বলে এসেছেন রাস্তায় সাবধানে যাতায়াত করতে। কোথাও হাতির দেখা বা সম্মুখীন হলে তৎক্ষণাৎ বনদপ্তরে জানাতে। কোন এলাকার মানুষজন যদি ভোট কেন্দ্রে যেতে না পারেন হাতির জন্য, তাদের ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে বনদপ্তর।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
শনিবার এমনই চিত্র দেখা গেল মেদিনীপুর লোকসভা কেন্দ্রের জঙ্গল লাগোয়া মেদিনীপুর সদর ব্লকের ধেড়ুয়া ও চাঁদড়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায়। মশাল জ্বেলে, ঐরাবত গাড়ি নিয়ে জঙ্গল রাস্তায় টহল দিতেও দেখা গিয়েছে বনকর্মীদের। জঙ্গল রাস্তায় সাইকেলে করে ভোট কেন্দ্রের দিকে যাচ্ছিলেন স্থানীয় মানুষজন। তাদের পিছু নিয়ে নিরাপদে ভোট কেন্দ্রে পৌঁছে দিয়েছে। চাঁদড়া রেঞ্জের পক্ষ থেকে জানানো হয়েছে, দলছুট তিনটি হাতি বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে। গতকাল রাতে চাঁদাবিলা গ্রামে একটি বাড়িও ভেঙে ফেলে খাবারের খোঁজে।
Lok Sabha Election
আরও পড়ুন : পুরোনো মামলায় বিজেপির একাধিক নেতা কর্মীর বাড়িতে অভিযান পুলিশের
আরও পড়ুন : “আত্মবিশ্বাসই সাফল্যের চাবিকাঠি”! ঝাড়গ্রামে মাধ্যমিকে প্রথম অন্বেষার লক্ষ্য ইঞ্জিনিয়ারিং
ফলে আতঙ্ক সৃষ্টি হয়েছে স্থানীয় মানুষজনের মধ্যে। জঙ্গল পথ পেরিয়ে ভোট দিতে যাওয়ার পথেই বিপদের আশঙ্কাও করছিলেন তারা। তবে আশঙ্কা থেকে মুক্তি দিতে আসরে নেমেছিল বনদপ্তর। চাঁদড়া রেঞ্জের শিরশী, বক্সীবাঁধ, বাঘঘরা সহ বিভিন্ন এলাকার রাস্তায় তারা এদিন টহল দেন। যার ফলে নিরাপদেই ভোটকেন্দ্রে ভোট দিয়ে বাড়ি ফিরছেন মানুষজন। বনদপ্তরের এই উদ্যোগে স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা বাবলু হাঁসদা, উত্তম মাহাত বলেন, “আমাদের জঙ্গলে দলছুট একটি হাতি রয়েছে। যেকোনো সময় জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে ঢুকে পড়ে।
গতকাল রাতে একটি বাড়ি ভেঙে দিয়েছে। ফলে আমরা চিন্তার মধ্যে ছিলাম। বনকর্মীরা সকালে এসে আমাদের আশ্বস্ত করেন যে, জঙ্গলের রাস্তায় তারা পাহারায় থাকবেন। মানুষজন নিরাপদে ভোট দিয়ে বাড়ি ফিরে আসতে পারবে। চাঁদড়ার বিট অফিসার অসিত মন্ডল বলেন, “দলছুট কয়েকটি হাতি রয়েছে। তারা মাঝেমধ্যে রাস্তায় চলে আসে। ভোট দিতে যাওয়ার পথে মানুষের অসুবিধা যাতে না হয় তার জন্য আমরা পাহারায় রয়েছি। হাতির জন্য কারও কোন সমস্যা হলে আমাদের জানাতে বলা হয়েছে। আমরা নিরাপদে তাঁকে ভোটকেন্দ্রে পৌঁছে দিয়ে পুনরায় বাড়ি নিয়ে আসার দায়িত্ব নিয়েছি।”
আরও পড়ুন : জেলায় মেয়েদের মধ্যে প্রথম মেদিনীপুর মিশন গার্লসের তনুকা
আরও পড়ুন : মাধ্যমিকে জেলায় প্রথম মেদিনীপুর কলেজিয়েট স্কুলের কৌস্তভ , প্রাপ্ত নম্বর ৬৮৮
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Lok Sabha Election
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper