Royal Academy
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : আই সি এস ই এবং আই এস সি-র ফল প্রকাশিত হয়েছে সোমবার। শহরের অন্যতম ইংরেজি মাধ্যম স্কুল রয়্যাল অ্যাকাডেমি দুই পরীক্ষাতেই ভাল ফল করেছে। রয়্যাল অ্যাকাডেমিতে আই সি এস ই-তে মোট পরীক্ষার্থী ছিল ২৪ জন। প্রত্যেকেই পাশ করেছে। ৯৮ শতাংশ নম্বর পেয়ে ওই স্কুলের মধ্যে প্রথম হয়েছে কৃষ্ণেন্দু মালিক। তার প্রাপ্ত নম্বর ৪৮৯। কৃষ্ণেন্দুর বিষয় ভিত্তিক নম্বর ইংরেজিতে ৯৬, অংকে ১০০, ভৌতবিজ্ঞান ৯৬, রসায়ন ১০০, জীব বিদ্যা ৯৮, ইতিহাস এবং সিডিক্স-এ ৯৯, ভূগোলে ৯৪ এবং শারীর শিক্ষায় পেয়েছে ৯৮ নম্বর।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
এছাড়া ৯৪ শতাংশ নম্বর পেয়ে পাশ করেছে সৌপ্তিক মন্ডল ও তৃষা মন্ডল। ৯৩ শতাংশ নম্বর পেয়ে পাশ করেছে সায়ন্তন জানা ও শ্যাম গোপাল সাউ। এছাড়া ৯২.২ শতাংশ নম্বর পেয়েছে ঋষিকা খাতুন, এছাড়া ৯২ শতাংশ নম্বর পেয়েছে রাহুল পাত্র ও আর্জুমান্ড বানো। ওই স্কুলে আই এস সিতে মোট পরীক্ষার্থী ছিল ২৮ জন। প্রত্যেকেই পাশ করেছে। ৩৬১ নম্বর পেয়ে স্কুলের মধ্যে প্রথম হয়েছে কলা বিভাগের নিশাদাগা। তার বিষয় ভিত্তিক প্রাপ্ত নম্বর ইংরেজি ৯০, হিন্দি ৯৪, ভুগোল ৯৪, ইতিহাস ৮৩।
Royal Academy
আরও পড়ুন : মাধ্যমিকে এবারেও সেরা দশে পূর্বের ৭ পড়ুয়া, পড়ুন বিস্তারিত
আরও পড়ুন : “আত্মবিশ্বাসই সাফল্যের চাবিকাঠি”! ঝাড়গ্রামে মাধ্যমিকে প্রথম অন্বেষার লক্ষ্য ইঞ্জিনিয়ারিং
৩৫৯ নম্বর পেয়ে স্কুলের মধ্যে দ্বিতীয় হয়েছে অভিধা দিয়ান, তার বিষয় ভিত্তিক প্রাপ্ত নম্বর ইংরেজি ৮৫ পরিবেশবিদ্যা (ই ভি এস) ৯০, ভুগোল ৯৮, বাংলা ৮৬। দুজনেই ৯০ শতাংশের উপর নম্বর পেয়ে পাশ করেছে। এছাড়া সপ্তক ভৌমিক ৮৭ শতাংশ, অর্চিস্মান ভট্টাচার্য ৮৬ শতাংশ, শামিয়া আলি ৮৪ শতাংশ ও সায়ন কোল্যা ৮০ শতাংশ নম্বর পেয়ে পাশ করেছে। স্কুলের অধ্যক্ষ সত্যব্রত দোলই সমস্ত ছাত্রছাত্রী, অভিভাবক – অভিভাবিকা, শিক্ষক- শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের অভিনন্দন জানিয়েছেন। তিনি দুই বিভাগের উত্তীর্ণ ছাত্র- ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
আরও পড়ুন : জেলায় মেয়েদের মধ্যে প্রথম মেদিনীপুর মিশন গার্লসের তনুকা
আরও পড়ুন : মাধ্যমিকে জেলায় প্রথম মেদিনীপুর কলেজিয়েট স্কুলের কৌস্তভ , প্রাপ্ত নম্বর ৬৮৮
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Royal Academy
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper