Midnapore Medical College
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ক্যান্টিনে লুচি ভাজা চলছিল। আর সেই সময় রান্নার গ্যাসের পাইপ ফেটে আগুন জ্বলতে শুরু করে। কর্মীরা নানা ভাবে চেষ্টা করলেও সফল হননি। খবর যায় দমকলে। দমকলের কর্মীরা এসে সে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাটি সোমবার সকালে মেদিনীপুর মেডিকেল কলেজের ওল্ড বয়েজ হোস্টেলের। ওই হোস্টেলে একটি ক্যান্টিনে রয়েছে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
সেই ক্যান্টিনে সকালে লুচি ভাজার সময় গ্যাসের পাইপ ফেটে আগুন ধরে যায়। পরে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয় কর্মীদের মধ্যে। পরিস্থিতি বেগতিক দেখে খবর দেওয়া হয় দমকলে। দমকলের কর্মীরা এসে সেই আগুন নিভিয়ে গ্যাস সিলিন্ডার গুলো বাইরে বের করে আনেন। তবে ওই ক্যান্টিনে অগ্নিনির্বাপক যন্ত্র থাকলেও তা কাজ করেনি বলে জানিয়েছেন ক্যান্টিনের কর্মীরা। যাকে ঘিরে উঠছে নানা প্রশ্ন।
Midnapore Medical College
আরও পড়ুন : পুরুলিয়ার চাকরির সিটগুলি মেদিনীপুরের লোককে বিক্রি করেছিল শুভেন্দু?
আরও পড়ুন : নির্বাচনী প্রচারে পশ্চিম মেদিনীপুরে মুখ্যমন্ত্রী
অন্যদিকে, দুপুর একটা নাগাদ গোপগড় সংলগ্ন স্পিনিং মিলের কাছে জঙ্গলে আগুন লাগার ঘটনা ঘটে। প্রখর রৌদ্রের মধ্যে বনকর্মীরা চেষ্টা করলেও আগুন নেভাতে পারেননি। অবশেষে খবর যায় দমকলে। দমকলের কর্মীরা এসে সেই আগুন নিভিয়ে দেন। তবে জঙ্গলে আগুন লাগানোর ঘটনায় এক ব্যক্তি গ্রেফতারের পরও হুঁশ যে ফেরেনি তা এদিনের ঘটনা ফের প্রমাণ করে দিল। তবে ধরা পড়লে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন এক বনাধিকারিক।
আরও পড়ুন : ঘাটাল লোকসভা কেন্দ্রে এবার অভিনেতা বনাম অভিনেতার লড়াই! জল্পনা তুঙ্গে
আরও পড়ুন : হুটার বাজিয়ে এসকর্ট করে মাধ্যমিক পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাবে বনদপ্তর, থাকবে কড়া নজরদারি
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Midnapore Medical College
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper