Paschim Medinipur District Police will remove obstacles to achieve the goal of success of talented students
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : কারও আর্থিক অনটন, কারও পারিবারিক সমস্যা মেধাবী পড়ুয়াদের বাধা হয়ে দাঁড়ায় সফলতার লক্ষ্যে। সেই বাধা দূর করে সফলতার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। এমনই জেলার ১৬০ জন মেধাবী পড়ুয়াদের সঙ্গে ‘আলাপচারিতায়’ পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
শুক্রবার মেদিনীপুর কলেজ-কলেজিয়েট মাঠে বইমেলা প্রাঙ্গণে জেলার বিভিন্ন বিদ্যালয়, কলেজ, আইটিআই সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী পড়ুয়াদের আমন্ত্রণ জানানো হয় জেলা পুলিশের পক্ষ থেকে। যার উদ্দেশ্য ছিল মেধাবী পড়ুয়াদের সফলতার লক্ষ্যে বাধা দূর করা। যার পোশাকি নাম দিয়েছে ‘আলাপচারিতায় জেলা পুলিশ সুপার’। পুলিশ সুপার ধৃতিমান সরকার জানিয়েছেন, “জেলার ১৬০ জন মেধাবী ছাত্র-ছাত্রীদের সঙ্গে আলাপচারিতা করা হয়েছে।
Paschim Medinipur
আরও পড়ুন : মর্মান্তিক! নিজের বাড়িতে ইলেকট্রিক শকে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের
আরও পড়ুন : একনাগাড়ে বৃষ্টি, জমিতে জমছে জল! পশ্চিম মেদিনীপুরে মাথায় হাত আলু চাষীদের
তাদের সঙ্গে কথা বলা হয়েছে কার কি সমস্যা রয়েছে পড়াশোনার ক্ষেত্রে। অনেকের আর্থিক দিক দিয়ে সমস্যা থাকে, অনেকের পারিবারিক বা মানসিক সমস্যা। বিভিন্ন বিষয় নিয়ে তাদের সঙ্গে মতবিনিময় হয়েছে। ওরা ওদের মতামত জানিয়েছে। ওদের সাফল্য কামনা করি। এবং বই কেনার জন্য প্রত্যেককে দুই হাজার টাকা করে দেওয়া হয়েছে। যাতে বই নিয়মিত পড়ে এবং জ্ঞান অর্জন করে। অনেক পড়ুয়া তাদের নানা সমস্যার কথা জানিয়েছে। কারও আর্থিক সমস্যা, কারো মানসিক সমস্যা। যেকোনো সমস্যার মাঝে দাঁড়িয়ে তাদের সফলতার লক্ষ্যে পৌঁছানোর জন্য জেলা পুলিশ কাজ করে যাবে।”
আরও পড়ুন : আলো না জ্বালিয়েই ছুটছে টোটো, “পুলিশ কিছু বলেনি” দাবি টোটো চালকের
আরও পড়ুন : জঙ্গলমহলে ঝুমুর সম্রাট বিজয় মাহাতোর নামে বিজয় মেলার প্রস্তুতি বৈঠক
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Paschim Medinipur
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper