ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে সন্দেহজনক অবস্থায় আটক করা হয়েছে এক যুবককে। ধৃত যুবকের নাম নুর আমিন। তাঁর কাছ থেকে ধারালো অস্ত্র, মাদক সহ বিভিন্ন জিনিসপত্র পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ভুয়ো পুলিশ পরিচয় দিয়ে সেখানে ছিল সে। যুবকের স্ত্রী-র দাবি “স্বামীর মানসিক সমস্যা রয়েছে। কোন খারাপ কাজের সঙ্গে তবে সে জড়িত নয়।”
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
শুক্রবার একুশে জুলাই কর্মসূচি ছিল কলকাতায়। আর তাই নিয়ে ব্যস্ত ছিল তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় এবং শাসক দল তৃণমূল। গতকাল থেকেই মানুষের ঢল নামে একুশে জুলাই কর্মসূচি উপলক্ষে জমায়েত হওয়ার। এরই মধ্যে সকাল বেলায় এক যুবক মুখ্যমন্ত্রীর বাড়ির গলিতে হাজির হন পুলিশ লেখা গাড়ি নিয়ে। তাঁর অবস্থান নিয়ে সন্দেহ হওয়াতে পুলিশ তাঁকে আটকে জেরা করতেই ধরা পড়ে অসঙ্গতি। পুলিশ তাকে গ্রেপ্তার করার পর দেখা যায় তার কাছ থেকে ভোজালি এবং বিভিন্ন অস্ত্রশস্ত্রের সঙ্গে বিএসএফের বিভিন্ন লোগো ও পুলিশের ভুয়ো কার্ড রয়েছে।
তাঁকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। ঘটনায় কলকাতা জুড়ে চাঞ্চল্য। জানা যায় ধৃত যুবকের শ্বশুরবাড়ি মেদিনীপুর শহরের অলিগঞ্জ এলাকায়। শ্বশুরবাড়ির দাবি, সে কলকাতাতেই থাকে। তবে মাঝে মধ্যে যাতায়াত করে। তার স্ত্রী পুনম বিবি বলেন, “তার স্বামী মানসিকভাবে সমস্যায় রয়েছে। চিকিৎসা চলছে তাঁর ৷ একটা সময় বিএসএফের বিভিন্ন জিনিসপত্র সরবরাহের ঠিকাদার ছিল সে। তাই তার কাছে হয়তো বিএসএফ সম্পর্কিত জিনিসপত্র ছিল। তবে সে কোনো খারাপ কাজের সাথে জড়িত নয়।”
আরও পড়ুন : আকাশ থেকে পড়া যন্ত্র দেখতে উৎসাহীদের ভিড় চন্দ্রকোনার ক্ষেত্রপালে
আরও পড়ুন : হুলা টিমের সদস্যরা লিখিত জানালে তাদের দাবি বিবেচনা করা হবে, জানালেন বন প্রতিমন্ত্রী
অলিগঞ্জ এলাকায় শ্বশুর শাশুড়ি সামান্য একটি ছোট্ট পানের দোকান করে সংসার চালান। মেদিনীপুর শহরে কোতোয়ালি থানার সামনের এলাকা। সাথে এও জানা গিয়েছে, ওই যুবকের আসল বাড়ি জেলার ডেবরা থানার চন্ডিপুর গ্রামে চার ভাই একসঙ্গেই থাকতো। নূর আমিন সেজ ভাই। বিয়ে করার পর থেকে আর গ্রামের বাড়িতে থাকে না সে।মেদিনীপুর শহরে শ্বশুর বাড়িতেই থাকতো। এমনকি তিন বছর আগে ভোটার কার্ডও স্নানান্তর করে নিয়েছে। এই ঘটনা শোনার পরে তাঁর বৃদ্ধা মা আরও অসুস্থ হয়ে পড়েন।
আরও পড়ুন : খড়্গপুরে রেল লাইনে ট্র্যাকের সংযোগস্থলে পাথর ও কাঠের টুকরো রেখে দুর্ঘটনার ছক, গ্রেফতার যুবক
আরও পড়ুন : পাঁচ লক্ষ চারা গাছ রোপণের মধ্য দিয়ে মেদিনীপুর বনবিভাগে পালিত হবে ‘বনমহোৎসব’
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Medinipur
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper