Madhyamik Result 2023 : Suprabha of Midnapore 5th in the state in Madhyamik, obtained marks 688
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: মাধ্যমিক পরীক্ষা শেষের ৭৬ দিনের মাথায় ফল প্রকাশ। এবারের মোট পরীক্ষার্থী ৬৮২৩২১ জন। এদের মধ্যে মোট ছাত্রের সংখ্যা ৩০৬২৫৩ জন। মোট ছাত্রীর সংখ্যা ৩৭৬০৬৮ জন। মহিলা পরীক্ষার্থীর সংখ্যা ২২ শতাংশ বেশী। মোট ৪৪ হাজার শিক্ষক খাতা দেখেছেন।১৬ টি জেলা থেকে প্রথম দশে রয়েছেন ১১৮ জন।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
প্রথম হয়েছে দেবদত্তা মাঝি, কাটোয়া দুর্গাদাসী চৌধুরানি গার্লস হাইস্কুল। দেবদত্তা ৬৯৭ নম্বর পেয়ে প্রথম হয়েছে। দ্বিতীয় হয়েছে শুভম পাল, রিফত হাসান সরকার, প্রাপ্ত নম্বর ৬৯১। তৃতীয় সৌম্যদ্বীপ মল্লিক, অর্ক মণ্ডল, মহ: সারভার ইমতিয়াজ, মাহির হাসান,স্বরাজ পাল, অর্ঘদীপ সাহা। পঞ্চম স্থানে রয়েছেন ৯ জন। এর মধ্যেই স্থান করে নিয়েছে মেদিনীপুর সারদা বিদ্যামন্দির(যমুনাবালী) এর সুপ্রভ আদক। তিনি মেদিনীপুর সাহা মাঠের বাসিন্দা।
তাঁর প্রাপ্ত নম্বর ৬৮৮। বাবা তাপস কুমার আদক পেশায় শিক্ষক। মা সোমা দেবীকে পুরো কৃতিত্ব দিচ্ছে সুপ্রভ। নির্দিষ্ট কোনো সময় ধরে পড়াশুনো করত না সুপ্রভ। পড়াশুনোর পাশাপাশি ছবি আঁকতে, ক্রিকেট ও ফুটবল খেলতে ভালোবাসত সে। ভবিষ্যতে পদার্থবিদ্যা নিয়ে পড়তে চায় সুপ্রভ। এদিকে মাধ্যমিকের ফলপ্রকাশ হওয়ার পর থেকেই মেদিনীপুরে সুপ্রভ ঘিরে উচ্ছ্বাস দেখা গিয়েছে আত্মীয়-পরিজন ও পাড়া-প্রতিবেশীদের মধ্যে।সুপ্রভ -এর এই নজরকাড়া রেজাল্টের জন্য গর্বিত এলাকাবাসীরা।
আরও পড়ুন : কাপড় খোলার হুঁশিয়ারি! খড়্গপুরে দিলীপ ঘোষের বাংলোয় ভাঙচুর কুড়মিদের
আরও পড়ুন : এগরায় বিস্ফোরণ কান্ডে NIA তদন্তের দাবিতে আদালতের দ্বারস্থ শুভেন্দু
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Madhyamik Result 2023
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper