Is Kurmi Protest supported by BJP? Controversy surrounding Dilip Ghosh’s comments, warning Kurmi. Leaders need to be careful.
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : খেমাশুলিতে চাল-ডাল পাঠিয়ে কুড়মিদের খাইয়েছি, এমনই মন্তব্য মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের। যার জেরে বিতর্ক তুঙ্গে। প্রশ্ন উঠছে বিজেপির মদতেই কি জঙ্গলমহল জুড়ে কুড়মি আন্দোলন? যদিও দিলীপ ঘোষের বক্তব্যের বিরোধিতা করে হুঁশিয়ারি দিয়েছেন কুড়মি নেতা। সম্প্রতি খেমাশুলির প্রকাশ্য সমাবেশের পর কুড়মিরা ঘোষণা করেছিল, জঙ্গলমহলে রাজনৈতিক নেতানেত্রী, জনপ্রতিনিধিদের “ঘাঘর ঘেরা” করা হবে তাদের দাবি নিয়ে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
সেইমতো রবিবার দলীয় কর্মসূচিতে ঝাড়গ্রাম থেকে লালগড়ে যাওয়ার পথে বিজেপি সাংসদ দিলীপ ঘোষকে ধরমপুরের বামাল এলাকায় আটকে বিক্ষোভ দেখান কুড়মি সম্প্রদায়ের লোকজন। গাড়ি থেকে নেমে রীতিমতো তর্ক বচসায় জুড়ে গেলেন দিলীপ ঘোষ। “ঘাঘর ঘেরা” নিয়ে দিলীপ ঘোষকে বলতে শোনা গিয়েছে, “আমাকে যে ঘিরেছো এটা অন্যায় করছো। তুমি রাজনীতি করো না করবে না। আমি রাজনীতি করি করব। আমার কথা আমি বলব গণতান্ত্রিকভাবে। আমাকে ঘেরছো মানে ঠিক করছো না। তোমাদের বক্তব্য রাখো, পেপার দাও আমি পার্লামেন্টে যাবো।”
Kurmi Protest
কুড়মি সম্প্রদায়ের লোকজন দিলীপ ঘোষকে আটকে বলেন, “আমরা দীর্ঘদিন ধরে এই আন্দোলন করছি। আপনার পক্ষ থেকে কোনরকম প্রতিক্রিয়া পাচ্ছি না। আপনি গুরুত্বপূর্ণ একজন সাংসদ হয়েও আমাদের জন্য কি করেছেন সেটা জানান? পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষকে বলতে শোনা গিয়েছে, “কুড়মিদের মতো ১০০ টা জাতি আন্দোলন করছে। তাদের স্বীকৃতি দেবে সংবিধান। এটা আমার তোমার কথা নয়। আমরা কোথাও তোমাদের বাধা দেয়নি। আমাদের এমপি জ্যোতির্ময় মাহাতো পার্লামেন্টে তুলেছিল।”
আরও পড়ুন : বৈশাখী গাজনে জল ঢালতে আসা ভক্তদের শরবত খাওয়ালেন আফসার- আজাদরা, সম্প্রীতির ছবি মেদিনীপুরে
আরও পড়ুন : অতিরিক্ত গরমে মাঝে মাঝেই দাউ দাউ করে জ্বলে উঠছে বিদ্যুতের তার, আতঙ্কে ঘাটালবাসী
তবে তা কুড়মিরা মানতে না চাইলে দিলীপ ঘোষ বলেন, “তোমরা খোঁজ খবর রাখনি। অধীর চৌধুরী বলে দিল, যারা পঞ্চাশ বছর ধরে কিছু করেনি তাদের পেছনে তোমরা ঘুরছো।” তবে বিতর্ক দানা বেঁধেছে খেমাশুলিতে চাল-ডাল পাঠিয়ে কুড়মিদের খাওয়ানো নিয়ে দিলীপ ঘোষের বক্তব্য। এদিন দিলীপ ঘোষকে বলতে শোনা গিয়েছে, “গণতান্ত্রিক পদ্ধতিতে আপনারা লড়ছেন আমি কোনদিন মানা করিনি। অজিত মাইতির বক্তব্যের বিরোধিতা করেছি আমি। খেমাশুলিতে আমি তোমাদের লোককে চাল-ডাল পাঠিয়ে খাবিয়েছি কিনা জিজ্ঞাসা করো। তোমরা খোঁজই রাখো না। মেদিনীপুরে চলো আমার এলাকায় খেমাশুলিতে।”
দিলীপ ঘোষের বক্তব্যের বিরোধিতা করে হুঁশিয়ারি দিয়েছেন ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটির সদস্য সুমন মাহাত। তিনি বলেন, “আমরা কোনো কিছু নেই নি। দিলীপ ঘোষকে বলতে হবে খেমাশুলিতে কাকে চাল-ডাল দিয়েছেন। যদি না বলেন উনাকেও জঙ্গলমহলে নিষিদ্ধ ঘোষণা ও ঘাঘর ঘেরা করা হবে।” তবে দিলীপ ঘোষের চাল-ডাল দেওয়ার বক্তব্য যদি সত্যি হয় তবে কুড়মিদের সামাজিক আন্দোলনে ব্যাঘাত ঘটতে পারে বলে আশংকা করছেন অনেকে। যুব তৃণমূলের জেলা সভাপতি সন্দীপ সিংহ বলেন, “আমাদের মুখ্যমন্ত্রী তাদের প্রতি সহানুভূতিশীল। তবে সামাজিক আন্দোলনে রাজনীতির প্রবেশ ঘটলে তা ক্ষতিকর। কুড়মি নেতাদের সতর্ক থাকা দরকার।”
আরও পড়ুন : বেপরোয়া গতি লরির, গুড়গুড়িপালে মৃত এক
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Kurmi Protest
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper