ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : দুটি লরি বেপরোয়া গতিতে ওভারটেক করার সময় পিষে দিলেন এক ব্যক্তিকে। ঘটনাটি ঘটে সোমবার পশ্চিম মেদিনীপুরের গুড়গুড়িপালে। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম বাদল দোলই (45), বাড়ি মনিদহ গ্রাম পঞ্চায়েতের শালিকা গ্রামে। স্থানীয়রা জানিয়েছেন, গুড়গুড়িপালে রাস্তার পাশে একটি কালি মন্দির রয়েছে। রাস্তার ধারে দাঁড়িয়ে ওই ব্যক্তি প্রণাম করছিলেন।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
সেইসময় ধেড়ুয়া থেকে মেদিনীপুরগামী দুটি লরি দ্রুত গতিতে একে অপরকে ওভারটেক করতে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে বাদল দোলইকে নিয়ে ধাক্কা মারে পাশের একটি পান দোকানে। চাকায় পিষ্ট হয়ে যায় বাদল দোলই। গুড়গুড়িপাল থানার পুলিশ এসে উদ্ধার করে মেদিনীপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তবে রক্ষা মিলেছে সনাতন ভদ্র নামে ওই পান দোকানির দোকান ওইসময় বন্ধ থাকায়।
Road Accident
আরও পড়ুন : সজারুর দেখা মিলল মেদিনীপুরে, নজরদারি বন দপ্তরের
আরও পড়ুন : কুড়মিদের দেওয়ালে রাজনৈতিক প্রচার বন্ধ, বিস্ফোরক মন্তব্য অজিত মাইতির
না হলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত বলে জানান স্থানীয়রা। পুলিশ গাড়িটিকে আটক করলেও চালক পলাতক। স্থানীয়দের একাংশের অভিযোগ, নতুন করে রাস্তার কাজ শেষ হলেও ফুটপাত তৈরি করে নি। ইট টুকরো ফেলে দেওয়া হয়েছে। ফুটপাত দিয়ে হাঁটারও উপায় নেই। রাস্তার উপরই যানবাহন রাখতে হচ্ছে। যার ফলে বাড়ছে দুর্ঘটনা।
আরও পড়ুন : তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব-এর ভাই বিক্রম অধিকারীর নামে এফআইআর করলেন বিধায়িকা শিউলি সাহা
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Road Accident
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper