Deputation to district magistrate’s office demanding arrest of Trinamool leader for protesting ‘Dandi’ of tribal women
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : চুনি কোটাল, রোহিত ভেমুলা, সবিতা লায়েক, পাপিয়া মান্ডি সহ একাধিক আদিবাসী জনজাতি, গরিব মানুষজনকে পিটিয়ে হত্যার ঘটনার পর এবার আদিবাসী মহিলাদের “দণ্ডী” কাটাতে বাধ্য করানোর অভিযোগ উঠল তৃণমূল নেত্রীর বিরুদ্ধে। ঘটনাটি দক্ষিণ দিনাজপুরের তপন থানার গোফানগর গ্রাম পঞ্চায়েত এলাকায়। বিতর্ক দানা বেঁধেছে রাজ্য জুড়ে। ওই তৃণমূল নেত্রীকে গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলা শাসক দপ্তরে ডেপুটেশন দিল অল ইণ্ডিয়া জন অধিকার সুরক্ষা কমিটি।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
গত 7 এপ্রিল তপনের চার আদিবাসী মহিলাকে দিয়ে “দণ্ডি” কাটিয়ে তৃণমূলে যোগ দেওয়ানোর অভিযোগ ওঠে মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী প্রদীপ্তা চক্রবর্তীর বিরুদ্ধে। বিতর্ক হতেই তাঁকে সরানো হয় পদ থেকে। জেলা সভানেত্রী সহ অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভও সংগঠিত হয় বালুরঘাটে। তারই রেশ ধরে এবার পশ্চিম মেদিনীপুরে ডেপুটেশন অল ইণ্ডিয়া জন অধিকার সুরক্ষা কমিটির। সংগঠনের অভিযোগ, “পুলিশি নিষ্ক্রিয়তা ও প্রশাসনিক উদাসীনতার জন্য আদিবাসী তপশীল ও গরিব মানুষের উপর সর্বত্র একের পর এক এই ধরনের শারীরিক-মানসিক নির্যাতন, অবমাননা ও বিদ্বেষমূলক হেনস্তার মত ঘটনা ঘটেই চলেছে।
Deputation
আরও পড়ুন : বাঘ মৃত্যুর পাঁচ বছরেও দোষীরা অধরা, শিকারে গেল না বাঘঘোরার মানুষজন
যা অতিতে চুনি কোটাল থেকে রোহিত ভেমুলা, নীলমণি সর্দারের ক্ষেত্রেও ঘটেছে।” ওই চার আদিবাসী মহিলাকে “দণ্ডী” কাটানোর মাধ্যমে শারীরিক, মানসিক এবং বিশেষ করে জাতিগত অবমাননার অভিযোগ ওঠে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে। তার প্রতিবাদে জেলায় জেলায় প্রতিবাদ ডেপুটেশন কর্মসূচি নেয় সংগঠনটি। এদিন ডেপুটেশনে উপস্থিত ছিলেন, জেলা সম্পাদক বঙ্কিম মুর্মু, সুশ্রীতা সরেন, লালু হাঁসদা, অশোক সরেন প্রমুখ। বঙ্কিম বাবু জানান, “দ্রুত উপযুক্ত পদক্ষেপ গ্রহণ না হলে রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলন সংগঠিত হবে।”
আরও পড়ুন : মেদিনীপুর শহরের রাস্তায় যানজট এড়াতে টোটোতে রং, অটো-টোটো সংঘর্ষ এড়াতে একাধিক পদক্ষেপ
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Deputation
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper