Preparation of high secondary examination 2023. The number of examinees in Paschim Medinipur is 40 thousand 204, examination centers are 78.
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : মাধ্যমিক পরীক্ষা শেষ হতেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চূড়ান্ত তৎপরতা শুরু হয়েছে জেলাজুড়ে। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে যাবতীয় রূপরেখা তৈরিতে কয়েক দফায় বৈঠক সেরে নিয়েছেন জেলা ও মহকুমাস্তরের পদস্থ আধিকারিকরা। জেলা উচ্চ শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, পশ্চিম মেদিনীপুরে এবার মোট উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৪০ হাজার ২০৪ জন, মোট পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ৭৮ টি।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রী সংখ্যা ২১ হাজার ৯২৮ জন এবং ছাত্র সংখ্যা ১৮ হাজার ২৭৮ জন। অর্থাৎ অন্যান্য বছরের মতই এবারও ছাত্রী সংখ্যা ছাত্রের তুলনায় অনেকটাই বেশি। প্রসঙ্গত, করোনাকাল কাটিয়ে টানা তিন বছর পর এবার অন্য পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দেবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। গতবছর প্রত্যেক পরীক্ষার্থী নিজ স্কুলেই পরীক্ষা দিয়েছিল। টানা তিন বছর পর এবার পুরানো ছন্দে ফিরছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তাই প্রশাসনিকভাবে কোনও ফাঁক ফোকর রাখতে চাইছেন না দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা।
High Secondary Examination 2023
আগামী ১৪ মার্চ শুরু হচ্ছে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শুরু সকাল ১০ টা থেকে। এ বিষয়ে পশ্চিম মেদিনীপুরের বিদ্যালয় পরিদর্শক(মাধ্যমিক) চাপেশ্বর সর্দ্দার বলেন, সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে শিক্ষা দপ্তরের তরফে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। পরীক্ষা চলাকালীন পরীক্ষাকেন্দ্রের একশো মিটারের মধ্যে জারি থাকবে ১৪৪ ধারা। পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে রাস্তায় যানচলাচল নিয়ন্ত্রণ সহ একাধিক পরিকল্পনা করা হয়েছে। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ। কয়েক দফার প্রশাসনিক বৈঠকের মাধ্যমে পরীক্ষার প্রস্তুতি এক প্রকার চূড়ান্ত।
অপরদিকে এবার ঘাটাল মহকুমায় মোট উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৮৫৪৬ জন। পরীক্ষা কেন্দ্র মোট ১৭ টি। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৩৪৬৯ জন এবং ছাত্রী ৫০৭৭ জন। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে বৃহস্পতিবারের বৈঠকে। এ বিষয়ে জেলা উচ্চ শিক্ষা দপ্তরের প্রতিনিধি সুকুমার পাত্র বলেন, সরকারের নির্দিষ্ট গাইড লাইন মেনে সম্পন্ন হবে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে কোনও সমস্যা যাতে না হয় সেদিকে বিশেষ নজর দেওয়া হয়েছে।
আরও পড়ুন : পড়ুয়া সংখ্যা শূন্য ! ঘাটালের প্রাথমিক বিদ্যালয়ে পড়ল তালা
আরও পড়ুন : মোবাইল চার্জার ফেটে চলন্ত ট্রেনে আগুন! ঝাড়গ্রামে ইস্পাত এক্সপ্রেসে আতঙ্ক
পরীক্ষা কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে জারি থাকবে ১৪৪ ধারা। ঘাটাল মহকুমায় মোট তিনটি জায়গায় বিশেষ কন্ট্রোল রুম খোলা থাকছে। প্রশ্নপত্র তিনটি জায়গা থেকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলিতে যাবে। ঘাটাল ট্রেজারি অফিস, দাসপুর থানা এবং চন্দ্রকোনা থানায় খোলা থাকবে কন্ট্রোলরুম। এছাড়াও সুকুমারবাবু বলেন,পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এই বৈঠকে। বৈঠকে উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমা প্রশাসনের পদস্থ আধিকারিক সহ বিভিন্ন সেন্টারের ইনচার্জ এবং শিক্ষা দপ্তরের প্রতিনিধিরা। প্রসঙ্গত, মাধ্যমিকের মত উচ্চ মাধ্যমিকেও পরীক্ষার্থী সংখ্যা অনেকটাই কমেছে বলে জানা গেছে।
আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরের কোন স্কুলে পড়ুয়ার সংখ্যা শূন্য ! কিন্তু রয়েছেন শিক্ষক , এক নজরে দেখে নিন তালিকা
আরও পড়ুন : ২৪ ঘন্টা পার! এখনও পশ্চিম মেদিনীপুরের জঙ্গলে জ্বলছে আগুণ, বাস্তু ও জীববৈচিত্র নিয়ে উদ্বিগ্ন প্রশাসন
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
High Secondary Examination 2023
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper