Abhishek Banerjee
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : পূর্ব মেদিনীপুরের একটি সমাবেশে যোগ দেওয়ার আগে হঠাৎ কনভয় থামিয়ে একটি গ্রামে ঢুকে পড়েন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। গ্রামের অনুন্নয়নের অভিযোগ শোনেন গ্রামবাসীদের কাছে। তারপরই ইস্তফা দিতে হয় প্রধান, উপপ্রধান সহ নেতাদের। একই ভাবে শনিবার পশ্চিম মেদিনীপুরের আনন্দপুরে সমাবেশে যোগ দেওয়ার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় থামলো খড়্গপুর গ্রামীণের মাতকাতপুরে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
যা ঘিরে কার্যত আতঙ্কে ছিলেন তৃণমূল নেতারা। অনুন্নয়নের অভিযোগ থাকলেই পদে কোপ পড়তে পারে। এদিন মাতকাতপুর গ্রামে যান গাড়ি থেকে নেমে। গ্রামের লোকজন কেমন আছেন তার খোঁজখবর নেন। ওই গ্রামের বাসিন্দারা জানান, তারা সেচ দপ্তরের জমিতে বহুদিন ধরে বসবাস করছেন। তাই নিজেদের বাসস্থানের সুনির্দিষ্ট কাগজপত্র নেই। একাধিকবার আবেদন করলেও সুরাহা হয় নি শতাধিক পরিবারের।
বাম আমলে তৈরি স্থানীয় অঙ্গনওয়াড়ী কেন্দ্র ভেঙে গিয়েছে। আগে গাছের নিচে পড়াশোনা হত, এখন স্থানীয় এক ব্যক্তির বাড়িতে হয়। প্রশাসনিক দপ্তরে জানানো হলেও সমাধান হয় নি বলে অভিযোগ। সরকারী প্রকল্পে কেউ বাড়ি পায়নি জমির কাগজ না থাকায়। অনেকে লোন নিয়ে বাড়ি তৈরি করেছেন কষ্টে। শিক্ষিত যুবকরা কাজ না পাওয়ারও অভিযোগও শুনতে হলো অভিষেককে। গ্রামবাসীরা বলেন, কারখানায় স্থানীয়দের কাজে নিচ্ছে না।
Abhishek Banerjee
আরও পড়ুন : কেশপুরে গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে হুঁশিয়ারি অভিষেকের, পঞ্চায়েতে বিরোধীদের মনোনয়ন জমা দেওয়ার দায়িত্ব নিলেন!
আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে বেপরোয়া মাছের গাড়ির ধাক্কায় গুরুতর আহত এক, বিক্ষোভ স্থানীয়দের
একাধিকবার আন্দোলন করলেও কর্ণপাত করেনি কর্তৃপক্ষ। তবে গ্রামবাসীদের মূল্য সমস্যা ছিল জমির কাগজ। অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রামবাসীদের সামনে দাঁড়িয়ে সেচ মন্ত্রীকে ফোন করে নিয়মানুযায়ী পাট্টা দেওয়ার অনুরোধ জানান। গ্রামবাসীদের সমস্যা শুনে সমাধানের প্রতিশ্রুতি দিয়ে ওই এলাকা ছাড়েন। তবে এদিন অনেকটা স্বস্তিতে স্থানীয় তৃণমূল নেতারা। তাদের বিরুদ্ধে অভিযোগ না ওঠায়।
আরও পড়ুন : অভিষেকের জনসভায় ঘাটাল মহকুমা থেকে ১২০ টি বাস, ছোটগাড়ি প্রায় দু’শো
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Abhishek Banerjee
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper