ওয়েব ডেস্ক,বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : শুক্রবার সাতসকালেই গন্ধগোকুল উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো ঘাটাল হাসপাতালে। জানা গেছে, গত দু’দিন ধরে হাসপাতালের প্রসূতি বিভাগে ভাম এর ন্যায় একটি প্রাণীকে ঘোরাফেরা করতে দেখে ওই ওয়ার্ডের কর্মীরা। উদ্ধারের জন্য শুক্রবার সকালে খবর দেওয়া হয় বনদপ্তরে। খবর পেয়ে বনদপ্তরের ওয়াইল্ড লাইফ রিকোভারি টিমের পাঁচ সদস্যের একটি টিম হাসপাতালে পৌঁছায়।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
এদিক-ওদিক খোঁজাখুঁজির পর হাসপাতালের পাঁচতলার একটি স্টোর রুম গিয়ে তাঁরা দেখেন প্রাণীটি ভাম নয়, আসলে সেটি গন্ধগোলুক। টিমের সদস্যরা জাল দিয়ে প্রাণীটিকে ধরেতে গেলে প্রাণীটি টিমের দুই সদস্য স্বদেশ সাঁতরা ও মলয় ঘোষের হাতে তৎক্ষণাৎতার ধারালো দাঁত দিয়ে কামড়ে রক্তাক্ত করে দেয়। তাঁদের মধ্যে স্বদেশ সাঁতরার বেশি জখম হন। সেই মূহুর্তে গন্ধগোকুলটিকে ধারা সম্ভব হলেও অসুস্থ হয়ে পড়েন দুই জন।
Ghatal Hospital
তাঁদের প্রাথমিক চিকিৎসা চলে ওই হাসপাতালেই। প্রাথমিক চিকিঃসার পর বিকেল নাগাত উবয়কেই ছুটি দিয়ে দেওয়া হয়। টিমের অন্য সদস্যরা উদ্ধার করা গন্ধগোকুলটিকে স্থানীয় একটি জঙ্গলে ছেড়ে দেন। এ বিষয়ে ওয়াইল্ড লাইফ রিকোভারি টিমের সদস্য মলয় ঘোষ বলেন, হাসপাতাল থেকে ফোন আসার পরেই আমি বুঝতে পারি ওটা ভাম নয় গন্ধগোকুল হতে পারে। হাসপাতালের পাঁচতলা থেকে সেটি উদ্ধার করা হয়েছে।
তবে হাসপাতাল চত্ত্বর থেকে গন্ধগোকুলটি উদ্ধার করা সহজ ছিল না। কারণ এই ধরণের প্রাণীর ধারালো দাঁত থাকে। হাসপাতালের রোগীদের এড়িয়ে ঝূঁকি নিয়ে ধরতে গিয়েই গন্ধগোকুলের দুজনকে কামড়ে দিয়েছে। তিনি আরও বলেন, এই গন্ধগোকুল স্থানীয় একটি প্রানী, এরা মূলত রাতে বের হয়। তালগাছ বা খেজুরগেছেই এদের বাসা। এরা কলা খেতে বেশি পছন্দ করে। মূলত ডিম-কলার টানেই এটি হাসপাতালে ঢুকেগিয়েছিল বলে মত মলয়বাবুর।
আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরের কোন গ্রামে থামবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়, ‘আতঙ্কে’ প্রধান থেকে তৃণমূল নেতারা
আরও পড়ুন : খড়ার পুরসভা পরিচালিত মার্কেট কমপ্লেক্স বেসরকারিকরণ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিরোধ! উত্তেজনা
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Ghatal Hospital
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper