ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহরের দীঘা মোড়ে। চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।স্থানীয় সূত্রে জানা গেছে, একটি বাইকের ধাক্কা লাগে লরির। লরির চাকায় পৃষ্ট হয় বাইকে থাকা হয় মহিলা।ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এগরা থানার পুলিশও।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহযোগিতায় আহত বাইক আরোহীদের উদ্ধার করে এগরা সুপার হসপিটালে নিয়ে গেলে, চিকিত্সকরা বাইক চালকের স্ত্রীকে মৃত ঘোষণা করেন। বাইক চালক এবং তার একটি ছোট সন্তান এখনও চিকিত্সাধীন রয়েছে। এই ঘটনায় আহত পিঙ্কি রাউতের বাবা প্রহ্লাদ রাউত (৫৮), ছেলে বাপন রাউত (১৪)। তাঁদের উদ্ধার করে এগরা সুপারস্পেশালিটি হাসপাতালে ভরতি করানো হয়েছে। দুর্ঘটনার পর ঘাতক লরির চালক কিছুক্ষণের জন্য গাড়ি দাঁড় করায়।
Egra Road Accident
তবে, দুর্ঘটনায় কেউ মারা গিয়েছেন, বুঝতে পেরে ঘাতক লরিটিকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে চালক। তবে, স্থানীয়রা তৎপরতার সঙ্গে লরি-সহ চালককে ধরে ফেলে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিঙ্কি রাউতের দেহ উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘাতক লরি-সহ চালককে আটক করেছে পুলিশ । স্থানীয়দের দাবি, বাইকে করে যাওয়ার সময় তাঁদের হাতে মুড়ি ভরতি ব্যাগ ছিল।
সেই ব্যাগ লরির লোহার হুকে আটকে যায়। আর তার জেরেই নিয়ন্ত্রণ হারিয়ে বাইক-সহ রাস্তায় পড়ে যান তিনজনে। তবে, পিঙ্কি রাউত সবার পিছনে বসে থাকায় তিনি ছিটকে লরির চাকার নিচে চলে যান। কোনও ক্রমে প্রাণে বাঁচে পিঙ্কি রাউতের ছেলে বাপন। সে অষ্টম শ্রেণির ছাত্র । তবে, বাইক আরোহীদের সকলের মাথায় হেলমেট ছিল না বলে অভিযোগ উঠেছে।পুলিশ ইতোমধ্যে মহিলার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। গোটা ঘটনা ঘিরে চাঞ্চল্য এলাকায়।
আরও পড়ুন : মেদিনীপুরে ঘুড়ির সিন্থেটিক মাঞ্জা সুতোর বিরুদ্ধে অভিযান পুলিশ ও মেদিনীপুর পৌরসভার
আরও পড়ুন : হাতির গতিপথে বাধা! ভাঙল বাড়ি, মৃত্যু গবাদি পশুর
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Egra Road Accident
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper