ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : মেদিনীপুর মেডিক্যাল কলেজের মাইক্রো বায়োলজি বিভাগে চালু হলো ড্রাগ সেন্সিটিভিটি টেস্টিং ল্যাব (DST -BSL III)। জানা গিয়েছে, কলকাতা, উত্তরবঙ্গ, বাঁকুড়া, বর্ধমানের পর রাজ্যে এটি পঞ্চম। এর দ্বারা পশ্চিমাঞ্চলের জেলাগুলির টিবি রোগীরা উপকৃত হবেন। শুক্রবার তারই উদ্বোধন হল।
মেদিনীপুর মেডিক্যাল কলেজে এই ল্যাবের উদ্বোধন করেন জেলা শাসক আয়েশা রানী এ। উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শংকর সারেঙ্গী, মেদিনীপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, মাইক্রো বায়োলজি বিভাগীয় প্রধান। টিবি রোগীদের মাল্টি ড্রাগ রেজিস্টেন্ট আছে কিনা তা জানার জন্য প্রতিটা রোগীর ড্রাগ রেজিস্টেন্ট টেস্ট অত্যাবশ্যক।
আগে এই ধরনের টেস্টের জন্য রোগীকে কলকাতায় পাঠাতে হতো বা স্যাম্পল পাঠাতে হতো। এখন থেকে জেলাতেই এই পরিষেবা পাবেন রোগীরা। এর ফলে প্রতি বছর প্রায় ৭ হাজার টিবি রোগী উপকৃত হবেন বলে স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন।
আরও পড়ুন : অনুব্রত মণ্ডল দিল্লি গেলে এ রাজ্যের অনেকেরই অসুবিধা হবে!, মন্তব্য অগ্নিমিত্রার
আরও পড়ুন : রেকর্ড গড়ল পূর্ব মেদিনীপুর! ২ দিনেই বিক্রী ৯ কোটি ১৩ লক্ষ টাকার মদ
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Midnapore Medical College
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper