ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : রাতের অন্ধকারে বালি চুরির অভিযোগে ছ’টি গাড়ি আটক করল গুড়গুড়িপাল থানার পুলিশ। ঘটনাটি শুক্রবার সন্ধ্যা নাগাদ মেদিনীপুর সদর ব্লকের মণিদহ এলাকায়। পুলিশ জানিয়েছে, মণিদহ এলাকার কংসাবতী নদী থেকে বেআইনিভাবে বালি তোলা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বালি বোঝায় পাঁচটি ইঞ্জিন ট্রলি ও একটি পিকআপ ভ্যান আটক করা হয়েছে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
গাড়িগুলি ঝাড়গ্রামের মানিকপাড়া এলাকার। জানা গিয়েছে, মণিদহ এলাকায় আগে পাঁচটি বৈধ বালি খাদান ছিল। নভেম্বর মাসে সবগুলোর মেয়াদ শেষ হয়ে গিয়েছে। এই মুহূর্তে ওই এলাকায় কোন বৈধ বালি খাদান নেই। সেই সুযোগে বালি মাফিয়ারা শীতের রাতে অবৈধ ভাবে বালি তুলছিল। বালি চুরির অভিযোগ ওঠে এর আগেও। গত বুধবার রাত্রি এগারোটা নাগাদ ওই এলাকায় বেআইনিভাবে বালি উত্তোলনের খবর পেয়ে হানা দিয়েছিল পুলিশ।
Medinipur Sadar
আরও পড়ুন : মেদিনীপুরে অনাস্থা ‘ভাইরাস’ আটকাতে চূড়ান্ত চেষ্টা তৃণমূলের জেলা নেতাদের
আরও পড়ুন : খড়্গপুরে পুরপ্রধানের পদত্যাগ নিয়ে নাটক! প্রথমে ফেরালেও পরে ইস্তফা গ্রহণ এসডিও-র
কিন্তু পুলিশ আসছে বুঝতে বালি খালি করে কোন রকমে পালিয়ে যায় তিনটি ট্রাক্টর। তারপর থেকেই ওঁত পেতেছিল পুলিশ। এদিন সন্ধ্যা নাগাদ কংসাবতী নদীতে বালি উত্তোলন করতে নামলে সঙ্গে সঙ্গে বিশাল পুলিশ বাহিনী গিয়ে ঘিরে ফেলে। গাড়িগুলি আটক করে নিয়ে আসা হয়েছে। তবে গাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছে চালকরা। সূত্রের খবর, মেদিনীপুর সদরের ধেড়ুয়া ও মণিদহ এলাকায় রাত হলেই বালি চুরির ঘটনা ঘটছে কয়েকদিন। পুলিশও বাড়িয়েছে নজরদারি। যে কারণে এদিন গাড়িগুলি আটক করতে সক্ষম।
আরও পড়ুন : উপপ্রধানের পাকা বাড়ি সত্ত্বেও আবাস তালিকায় নাম! বিক্ষোভ ঘাটালের গ্রামে
আরও পড়ুন : ন্যাশনাল মাস্টার্স অ্যাথলেটিক্স মিটে অংশ নিচ্ছেন মেদিনীপুর শহরের ৫৭ বছরের মহিলা
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Medinipur Sadar
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper