Couple Died In Electrocution : পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সদর ব্লকের অন্তর্গত জামকুন্ডা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত আদিবাসী দম্পতির বাড়িতে ১২ ঘণ্টার মধ্যেই চাকরি ও আর্থিক সাহায্য নিয়ে হাজির হলেন প্রশাসনের আধিকারিকরা। পরিবারের হাতে দু’লক্ষ করে দুজনের জন্য ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়েছে। সেই সঙ্গে তাদের বড় ছেলে যেহেতু ১৮ বছরের ঊর্ধ্বে আছে তাকে স্পেশাল হোম গার্ডের চাকরিতে নিয়োগ করা হচ্ছে।”
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সদর ব্লকের অন্তর্গত জামকুন্ডা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত আদিবাসী দম্পতির বাড়িতে ১২ ঘণ্টার মধ্যেই চাকরি ও আর্থিক সাহায্য নিয়ে হাজির হলেন প্রশাসনের আধিকারিকরা। হাজির বিধায়কগণও। সন্ধ্যের আগে গ্রেফতার করা হল এই কাণ্ডে মূল অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে।
বুধবার সকালে জামকুণ্ডা এলাকায় পুকুর পাড় থেকে আদিবাসী দম্পতির বাপি মান্ডি (৩৫) ও মুগলি মান্ডি’র (৩০) মৃতদেহ উদ্ধার হয়। ওই দম্পতির বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল বলে জানতে পারেন স্থানীয়রা। এলাকায় উত্তেজনা তৈরি হয়। জানা গিয়েছিল গ্রামের পাশে থাকা তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য সৈয়দ আলির পুকুর ছিল। সেই পুকুর থেকে মাছ চুরি হয়ে যাওয়া আটকাতে তিনি নাকি বিদ্যুতের তারের বেড়া দিয়েছিলেন।
যা নিয়ে ইতিপূর্বে গ্রামবাসীরা সতর্ক করেছিল ওই পঞ্চায়েত সদস্য সৈয়দ আলিকে। তবে তিনি কাউকে তোয়াক্কা করেননি বলেই দাবি স্থানীয়দের। এদিনের ঘটনার পর সন্ধ্যের মধ্যেই কোতোয়ালি থানার পুলিশ অভিযুক্ত সৈয়দ আলিকে গ্রেফতার করে। পুলিশ সুপার দীনেশ কুমার জানান, “অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
Couple Died In Electrocution
সন্ধ্যাতেই হাজির হয়ে যান ওই পরিবারে বিধায়ক দীনেন রায়। পরিবারকে পাশে থাকার আশ্বাস দিয়ে প্রশাসনের কাছে সহযোগিতার অনুরোধ করেছিলেন। দীনেন রায় বলেন, “অসহায় পরিবার, দুই ভাইয়ের পরিবারে একমাত্র রোজগেরে ছিল। ওই দম্পতির একটি ১৯ বছরের ছেলে, অপরজন প্রতিবন্ধী। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে বলেছি।” সন্ধ্যে সাতটার পর জামকুন্ডা গ্রামে ছুটে যান জেলাশাসক আয়েশা রানি ও পুলিশ সুপার দীনেশ কুমার, বিধায়ক অজিত মাইতি।
আরও পড়ুন : বাঁদনা পরবে জঙ্গলমহলের বাসিন্দাদের চিন্তায় ফেলল হাতির পাল
আরও পড়ুন : খেলার সময় ভীমরুলের কামড়! মেদিনীপুরে মৃত্যু দু’বছরের শিশুর
পরিবারে সমবেদনা জানিয়ে দুই মৃত্যুর জন্য পরিবারকে চার লক্ষ টাকার চেক তুলে দেন জেলাশাসক ও পুলিশ সুপার। সমস্ত রকম ভাবে পাশে থাকার আশ্বাস দেন তারা। জেলাশাসক আয়েশা রানী বলেন, “দুঃখজনক ঘটনাটি ঘটেছে। প্রশাসন তাদের পাশে আছে। আপাতত তাদের পরিবারের হাতে দু’লক্ষ করে দুজনের জন্য ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়েছে। সেই সঙ্গে তাদের বড় ছেলে যেহেতু ১৮ বছরের ঊর্ধ্বে আছে তাকে স্পেশাল হোম গার্ডের চাকরিতে নিয়োগ করা হচ্ছে।”
আরও পড়ুন : মাছ চুরি আটকাতে বিদ্যুতের তার! মেদিনীপুরে স্পৃষ্ট হয়ে মৃত্যু দম্পতির
আরও পড়ুন : দুই পাড়ার মধ্যে বিবাদ! মৃতদেহ রাস্তায় রেখে অবরোধ
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Couple Died In Electrocution
– Biplabi Sabyasachi Largest Bengali