Dilip Ghosh : চাকরি ইস্যুতে বিজেপির ফের আক্রমণ রাজ্যের শাসকদলকে। এরাজ্যে ভুয়া নিয়োগপত্র দেওয়া হয় বলেও কটাক্ষ। শনিবার খড়্গপুরে উপস্থিত হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিশানা করে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন, “স্বয়ং মুখ্যমন্ত্রী ভুয়া নিয়োগপত্র বিলি করেন।” শনিবার খড়্গপুরে ‘রোজগার মেলা’তে নিয়োগপত্র বিলির অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদার।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : চাকরি ইস্যুতে বিজেপির ফের আক্রমণ রাজ্যের শাসকদলকে। এরাজ্যে ভুয়া নিয়োগপত্র দেওয়া হয় বলেও কটাক্ষ। শনিবার খড়্গপুরে উপস্থিত হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিশানা করে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন, “স্বয়ং মুখ্যমন্ত্রী ভুয়া নিয়োগপত্র বিলি করেন।” শনিবার খড়্গপুরে ‘রোজগার মেলা’তে নিয়োগপত্র বিলির অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদার।
সারাদেশ জুড়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই ‘রোজগার মেলা’ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এদিন কেন্দ্র সরকার বিভিন্ন দফতরে 222 জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। সুকান্ত মজুমদার বলেন, “গোটা দেশে ৭৫ হাজার ২২৬ জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। এ রাজ্য ১০ বছর পর নিয়োগের কথা ভাবছে। পুরোটাই দুর্নীতিতে জড়িত। অন্যদিকে কেন্দ্রীয় সরকার স্বজনপোষণ বিষয়টাই সরাতে ইন্টারভিউ প্রক্রিয়াটা তুলে দিয়েছে।
যাতে দুর্নীতির কোন জায়গায়ই না থাকে। যতদিন না দুর্নীতি মুক্ত পদ্ধতি তৈরি হবে এখানে, ততদিন দুর্নীতি হবে এই রাজ্যে।” সম্প্রতি রাজ্যে টেট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। চাকরির আশায় বুক বাঁধছেন শিক্ষিত যুবক-যুবতীরা। সেই প্রসঙ্গে সুকান্ত বলেন, “পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যুবক নেই। সকলেই ভিন রাজ্যে। বিভিন্ন গ্রামগুলিতে গেলে দেখা যাবে মাঝ বয়সী ও বৃদ্ধ-বৃদ্ধারাই রয়েছে।
Dilip Ghosh
গ্রামের বেকার যুবকরা দক্ষিণ ভারত ও পশ্চিম ভারতের রাজ্যগুলোতে পরিযায়ী শ্রমিক হিসেবে চলে গিয়েছে। তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র নিজে এ কথা সংসদে বলেছেন। আর এ রাজ্যে চাকরিপ্রার্থীদের চ্যাংদোলা করে সরানো হচ্ছে। রাজ্যের মানুষ সবটাই দেখেছেন। তারাও অনুরূপভাবেই চ্যাংদোলা করেই এ রাজ্যের সরকারকে ফেলে দেবেন।” পাশাপাশি টেট আন্দোলন নিয়ে রাস্তায় নেমেছেন বিদ্বজনেরা।
আরও পড়ুন : “আগামী লোকসভা ভোটে মেদিনীপুর থেকে পঞ্চপান্ডব পাঠাব!” মন্তব্য দিলীপের
বিলম্বিত হলেও তাদের বিবেক সাড়া দিয়েছে এতে আমরা খুশি – মন্তব্য দিলীপ ঘোষের। তিনি বলেন, “এটুকুতে হবে না, সরকার পরিবর্তনের জন্য সিপিএমের আমলে তারা যেমন লড়াই করেছিলেন, তার চেয়েও ভয়ংকর সরকার এখন চলছে, তাকে উপড়ে ফেলে দিতে হবে। সেজন্য পুরো বঙ্গবাসী লড়তে চায়, বুদ্ধিজীবীরাও আসুন। এসে সামিল হয়ে নেতৃত্ব দিন। কারণ এই সময় তাদেরও লাগবে।” খড়্গপুরের কর্মসূচি শেষে দিলীপ ঘোষ বলেন, “নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ এগোচ্ছে।
যুবকদের এই এগোনোর কর্মসূচিতে যোগদান দরকার বলেই তাদের চাকরি দেওয়া উচিত। ১০ লক্ষ চাকরি দেওয়ার যে লক্ষ্য তার প্রথম পদক্ষেপে ৭৫ হাজার জনকে দেওয়া হলো। প্রতিমাসেই এরকম প্রোগ্রামের মধ্যে দেওয়া হবে। এর রাজ্যে চাকরি চাইতে গেলে লাঠি খেতে হচ্ছে জেলে যেতে হচ্ছে। এ রাজ্যে সবই ভুয়া, নিয়োগপত্র ভুয়া, ডাক্তার, উকিল, ভ্যাকসিন, অফিসার, পুলিশ সবই ভুয়া, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ভুয়া নিয়োগপত্র দিচ্ছেন। এরা চাকরি দিতে পারবেন না।”
আরও পড়ুন : আবর্জনা ফেলতে মেদিনীপুরে তৈরি হল পরিবেশ বান্ধব আধুনিক ভ্যাট
আরও পড়ুন :চাকরি প্রার্থীদের ওপর পুলিশি অত্যাচারের অভিযোগে মেদিনীপুর শহরে বিক্ষোভ বাম-বিজেপির
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Dilip Ghosh
– Biplabi Sabyasachi Largest Bengali