Elephant : ফুটবল প্রতিযোগিতা চলাকালীন মাঠে নেমে পড়ল দলমার দাঁতাল। তাতে হইচই পড়ে যায় এলাকায়। বল ফেলে নিরাপদ আশ্রয়ে দৌড় লাগালো অনেকে। কেউ আবার হাতিকে দেখে চিৎকার করতে শুরু করেন। কেউ জঙ্গল দিয়ে দৌড় লাগালেন। এমনই ঘটনার সাক্ষী থাকল শালবনীর পিড়াকাটা।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : https://chat.whatsapp.com/DaQgpKDDIIH7nyDIMgrMFP
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ফুটবল প্রতিযোগিতা চলাকালীন মাঠে নেমে পড়ল দলমার দাঁতাল। তাতে হইচই পড়ে যায় এলাকায়। বল ফেলে নিরাপদ আশ্রয়ে দৌড় লাগালো অনেকে। কেউ আবার হাতিকে দেখে চিৎকার করতে শুরু করেন। কেউ জঙ্গল দিয়ে দৌড় লাগালেন। এমনই ঘটনার সাক্ষী থাকল শালবনীর পিড়াকাটা।
বৃহস্পতিবার বিকেলে পিড়াকাটার ভবানীপুর এলাকায় ফুটবল প্রতিযোগিতা ছিল। মাঠটি শাল জঙ্গলের পাশে। বিভিন্ন এলাকা থেকে টিম এসেছিল ফুটবল প্রতিযোগিতায় অংশ নিতে। খেলা চলাকালীন একটি দলছুট দাঁতাল মাঠে প্রবেশ করে। গোলপোস্ট লক্ষ্য করে এগিয়ে চলে। অনেকে বলছেন মাঠে নেমেছে ফুটবল খেলতে। কেউ বল বাড়িয়ে দিতে চাইছিল। তবে সতর্ক ছিল ওই ফুটবল প্রতিযোগিতার আয়োজকরা।
আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর জেলা সফরের প্রথম দিনে পূর্ব মেদিনীপুর জেলা সভাধিপতি নির্বাচন, পশ্চিমে ভাইরাল অডিও ভিডিও আলোচনা
মাইকে ঘোষণা করছিলেন হাতির সামনে না যাওয়া, পাথর না ছোঁড়া এবং নিরাপদ দূরত্বে সরে যাওয়ার জন্য। পরে খবর যায় বননদপ্তরে। বনদপ্তরের কর্মী এবং স্থানীয় বাসিন্দারা হাতিটিকে জঙ্গলে ফেরত পাঠায়। পরে পুনরায় খেলা চালু হয়। বনদপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, ওই এলাকায় একটি হাতি রয়েছে। এ দিন বিকেলে নেমে গিয়েছিল। পরে আবার জঙ্গলে ফেরত পাঠানো হয়েছে। কারও কোনো ক্ষতি হয়নি।
আরও পড়ুন : মেদিনীপুর সদরে ৮০টি হাতির পাল, বাড়ি ভাঙায় আতঙ্ক, পাহারায় বনকর্মীরা
আরও পড়ুন : তৃণমূলের মিছিল থেকেই তৃণমূল পঞ্চায়েত সদস্যর বাড়িতে বোমা মারার অভিযোগে শোরগোল দাঁতনে
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Elephant
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper