National Karate Championship : অল ইন্ডিয়া ক্যারাটে প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান দখল করে রপোর পদক জয়লাভ করল পূর্ব মেদিনীপুরে পটাশপুরের পানিয়া গ্রামের নার্সারির ছাত্র অমিত মাইতি। ৪ বছরের ছেলের এই জয়ে উচ্ছ্বসিত পানিয়া গ্রামবাসী।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : https://chat.whatsapp.com/DaQgpKDDIIH7nyDIMgrMFP
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : অল ইন্ডিয়া ক্যারাটে প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান দখল করে রপোর পদক জয়লাভ করল পূর্ব মেদিনীপুরে পটাশপুরের পানিয়া গ্রামের নার্সারির ছাত্র অমিত মাইতি। ৪ বছরের ছেলের এই জয়ে উচ্ছ্বসিত পানিয়া গ্রামবাসী।
আরও পড়ুন : রাজ্যজুড়ে ২৬ স্বাস্থ্যকর্তার বদলি, পশ্চিম মেদিনীপুরে মুখ্য স্বাস্থ্য আধিকারিক হয়ে ফিরছেন সৌমশঙ্কর সারেঙ্গী
৪ বছরের ছেলের এমন জয়ে তাকে সম্বর্ধনা দিতে বৃহস্পতিবার তার বাড়িতে এলেন ভগবানপুরের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি। ফুলের মালা পরিয়ে সম্বর্ধনা জানিয়ে বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি বলেন, অমিত মাইতি যাতে আরও উপরে গিয়ে সুনাম অর্জন করতে পারে তার জন্য সমস্ত রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।
আরও পড়ুন : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্ম্মু-কে অভিনন্দন জানিয়ে বিজেপি’র সভা লালগড়ে, শাসকদলকে কটাক্ষ
গর্ব শুধু পটাশপুরেই নয় পূর্ব মেদিনীপুর জেলা তথা রাজ্যের গর্ব। উল্লেখ্য, ছত্রিশগড় অলিম্পিক অ্যাসোসিয়েশন এ্যান্ড ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ছত্রিশগড় এর ব্যবস্থাপনায় বিলাশপুরে গত ১৫ ও১৬ জুলাই প্রতিযোগিতার আয়োজন করা হয়। তবে অমিতের এমন সাফল্যে খুশি পরিবার সহ এলাকাবাসী।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
National Karate Championship
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore