ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : দীর্ঘদিনের সমস্যা অটো-টোটো। একাধিকবার প্রশাসনের কাছে অটো চালকরা আবেদন করেছিলেন অবৈধ টোটো বন্ধে। বিক্ষোভ, ডেপুটেশন কর্মসূচীও নিয়েছিলেন। এবার পথ অবরোধ করে বিক্ষোভে সামিল অটো চালকরা। বৃহস্পতিবার দুপুরে মেদিনীপুর শহরে জেলা শাসকের দপ্তরের সামনে ব্যাপক যানজট সৃষ্টি হয় অটোচালক ইউনিয়নের বিক্ষোভে।
ভোগান্তির শিকার সাধারণ মানুষজন। ওই ইউনিয়ন তৃণমূল প্রভাবিত। সংগঠনের সভাপতি সিরাজ আলী বলেন, “২০১৫ সাল থেকে এই টোটোর সমস্যা। প্রশাসনের কাছে একাধিকবার দরবার করেও খুব একটা সুরাহা হয়নি। ২০১৮ সালে একবার প্রশাসন সিদ্ধান্ত নিয়ে টোটোর রুট ঠিক করে দিয়েছিল। সেই নিয়ম ভেঙ্গে শহর থেকে দূর দূরান্তের টোটো মেদিনীপুর শহরে ঢুকে ব্যবসা করছে।
যাদের কোন প্রশাসনিক অনুমতি নেই, বিনা ট্যাক্সে, অবাধে যেখানে সেখানে যাতায়াত করছে। দুর্ঘটনা ঘটালেও চিহ্নিত করার কোন উপায় নেই। এদের দ্বারা আমরা প্রশাসনিক নিয়ম মেনে অটোচালকরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তাই অবিলম্বে সুরাহা না করলে আমাদের এই অবরোধ আন্দোলন অব্যাহত থাকবে।”
এদিন দুপুরে কয়েক’শ অটো হাজির হয়ে যায় মেদিনীপুর শহরের জেলা শাসকের দপ্তরের সামনে কালেক্টরেট মোড় এলাকায়। শহরের গুরুত্বপূর্ণ ওই এলাকায় যানজট তৈরি করে ফেলে তারা। রাস্তা অবরুদ্ধ করে দিয়ে জেলা শাসকের দপ্তরের প্রবেশপথে অবস্থান বিক্ষোভ শুরু করে অটো চালক ইউনিয়ন। পরে জেলা শাসকের দপ্তরে সমাধানের জন্য স্মারকলিপি জমা দেয়।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Midnapore
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapor