ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : অসুস্থ ভবঘুরেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করল একদল যুবক। তাদের পাশে দাঁড়ালেন খোদ বিডিও। রাজ্য সড়কের ধারে পরিত্যক্ত এলাকায় থেকে অসুস্থ অবস্থায় এক ভবঘুরে ব্যক্তিকে সযত্নে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে মানবিকতার পরিচয় দিল পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাইয়ের একদল যুবক। ওই যুবকদের পাশে দাঁড়ালেন চন্দ্রকোনা ১ ব্লকের ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী।
জানা যায় পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভার ঘাটাল-চন্দ্রকোনা রাজ্য সড়কের ধারে কেঠিয়া ব্রিজ এলাকায় অজ্ঞাত পরিচয় এক ভবঘুরে রাস্তার ধারে পরিত্যক্ত জায়গায় পড়েছিলেন।রাস্তায় যাতায়াতের পথে পথচারীরা কেউ ভ্রুক্ষেপ করেনি। হঠাৎ করে ওই পথে গতকাল সন্ধ্যার দিকে একদল যুবক বেড়াতে যায়।তাদের নজর পড়ে যায় এই অসুস্থ ভবঘুরে। এই দলে ছিল কুমার রঞ্জন কর,উৎপল পাল, শেখ মহ: মুজিব,শেখ আতব আলী,শেখ খোকন। বেড়াতে বেরিয়ে এই যুবকদল রাতের অন্ধকারে দেখতে পায় অসুস্থ ভবঘুরেকে।
তারা দেখে বুঝতে পারে ওই ব্যক্তি অসুস্থ মানসিক ভারসাম্যহীন। কিন্তু ওই ব্যক্তির দ্রুত চিকিৎসার ব্যবস্থা না করলে হয়তো ব্যক্তিটি প্রাণেও মারা যেতে পারতো।ওই ব্যক্তিকে উদ্ধার করে শনিবার রাতে ভর্তি করেবক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে। প্রথমে হাসপাতালের তরফ থেকে ওই ব্যক্তিকে ভর্তি নিতে না চাইলেও শেষমেষ ভর্তি নেয়। রবিবার খবর পেয়েই ওই ব্যক্তির সাথে দেখা করতে যান চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী।
তিনি গিয়ে চিকিৎসকদের সাথে কথা বলেন সমস্ত ধরনের চিকিৎসার সুব্যবস্থা করার নির্দেশ দেন।বিডিও অসুস্থ এই ভবঘুরেকে খাওয়ার দিয়ে আসেন। বর্তমানে অসুস্থ ঐ ভবঘুরে৩ ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে ডাক্তার অসীম জানার তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। চন্দ্রকোনা ১ ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী ক্ষীরপাইয়েই ওই যুবকদল ও তার বন্ধুদের এই মানবিকতার প্রশংসা করেছেন এবং চিকিৎসার ব্যাপারে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
West Midnapore
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore