Midnapore Municipality : মেদিনীপুর শহরে বৃষ্টির জল যাতে না জমে তার জন্য তৎপর পুরসভা। ইতিমধ্যে পুরসভার ২৫ টি ওয়ার্ডের নালাগুলি পরিষ্কার করা হয়েছে। মহানালা দ্বারিবাঁধ খালও সাফাই করা হয়েছে। ধর্মা-কেরানিচটি হয়ে হোসনাবাদ পর্যন্ত খাল কাটা হয়েছে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ওয়েব ডেস্ক ,বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : চলতি বর্ষাকালে মেদিনীপুর শহরে বৃষ্টির জল যাতে না জমে তার জন্য তৎপর পুরসভা। ইতিমধ্যে পুরসভার ২৫ টি ওয়ার্ডের নালাগুলি পরিষ্কার করা হয়েছে। মহানালা দ্বারিবাঁধ খালও সাফাই করা হয়েছে। ধর্মা-কেরানিচটি হয়ে হোসনাবাদ পর্যন্ত খাল কাটা হয়েছে। পুরপ্রধান সৌমেন খান জানিয়েছেন, “এই বর্ষাকালে যন্ত্রণা থেকে শহরবাসীকে মুক্তি দিতে অনেক আগে থেকে নালা ও মহানালা সাফাই করা হয়েছে।
আরও পড়ুন : স্কুলে পড়ুয়ার সংখ্যা ৫ জন, শিক্ষিকার দুর্ব্যবহারের জেরেই স্কুল বন্ধের উপক্রম পশ্চিম মেদিনীপুরে
২৫ টি ওয়ার্ডে ২০০ টি শ্রমিক দিয়ে নালা গুলিকে পরিষ্কার করে দেওয়া হয়েছে। সেন্ট্রাল বাসস্ট্যান্ডে জল জমে থাকার ঘটনা এতদিন যাত্রীরা সহ্য করে আসছিলেন। বৃষ্টি হলেই হাঁটু সমান জল চিত্র সবার কাছে পরিচিত হয়ে উঠেছিল। সেই যন্ত্রণা আর সহ্য করতে হবে না বলে জানিয়েছেন পুরপ্রধান। তিনি বলেন, “সেন্ট্রাল বাস স্ট্যান্ডের চারপাশে থাকা নালায় জমে থাকা আবর্জনা সাফাই করা হয়েছে।
আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে ট্রাকের পেছনে ধাক্কা বরযাত্রী বোঝাই গাড়ীর, গুরুতর জখম ৭
Midnapore Municipality
যে সমস্ত দোকানের সামনে নালার ওপর সেড তৈরি করা হয়েছিল সেগুলি ভেঙ্গে সরিয়ে দেওয়া হয়েছে। উদ্দেশ্য একটাই চলতি বর্ষাতে কোনোভাবেই কোথাও জল জমতে দেওয়া হবে না।” উল্লেখ্য শহরের মূল নিকাশি নালা হলো দ্বারিবাঁধ খাল। ওই খালের ওপর রয়েছে কয়েকটি কালভার্ট। কালভার্টগুলি ব্রিটিশ আমলে তৈরি। যার ফলে নিকাশির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়।
আরও পড়ুন : হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বীরসিংহ ভগবতী বিদ্যালয়, অভিযোগ PWD -এর বিরুদ্ধে
সেই কালভার্টগুলি ভেঙ্গে নতুন করে তৈরি করার জন্য শহরবাসী দীর্ঘদিন দাবি করে আসছেন। এনিয়ে সৌমেন বাবু জানিয়েছেন, মহাতাবপুর, নানুরচক ও বিটি কলেজের সামনে কালভার্টগুলি পূর্ত দফতর থেকে নতুন করে করার কথা। সেইমতো পূর্ত দফতর এগোবে। ইতিমধ্যে ভীমচকের কাছে কালভার্টটি পুরসভা থেকে করে দেওয়া হয়েছে। বক্সীবাজারের কাছে থাকা কালভার্টটি পুরসভা তৈরি করা হবে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Midnapore Municipality
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore