Standing Committee : “পূর্ত দফতর বেশি খায়”, মেদিনীপুরে প্রশাসনিক বৈঠকে এমনই মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি পূর্ত দফতরের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশও করেছেন। ঢিমেতালে কাজ চলে বলে অভিযোগও।
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : “পূর্ত দফতর বেশি খায়”, মেদিনীপুরে প্রশাসনিক বৈঠকে এমনই মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি পূর্ত দফতরের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশও করেছেন। ঢিমেতালে কাজ চলে বলে অভিযোগও। তারপরই জেলায় এলো বিধানসভার পূর্ত ও জনস্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির একটি দল। তারা প্রথমে দাসপুর যান। সেখানে বাড়ি বাড়ি পানীয় জল নিয়ে খোঁজ খবর নেন।
আরও পড়ুন : বেলদায় পুলিশের সমস্যা দূরীকরণে অভিনব উদ্যোগ বাইক কোম্পানির! প্রদান করা হল ৪৯ টি বাইক
পরে ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়ক পরিদর্শন করেন। বিকেলে মেদিনীপুরে জেলা শাসক কার্য্যালয়ের সভাকক্ষে জেলার বিধায়ক, এডিএম, এসডিও, বিডিও,পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন। জানা গিয়েছে, সেখানে ওই দুই দফতরকে কাজে গতি আনতে নির্দেশ দেন।
আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের পেছনে সজোরে ধাক্কা বাইক আরোহীর, মৃত ১
অভিযোগ রয়েছে, এলাকায় পানীয় জল পৌঁছে দিতেও ঠিক ভাবে কাজ করছে না জনস্বাস্থ্য কারিগরি দফতর। এমনকি পঞ্চায়েত এলাকায় কাজ হলে তা বিডিও-দেরও জানানো হয় না বলে অভিযোগ ওঠে। বিভিন্ন কন্ট্রাক্টর নিম্নমানের কাজ করায় সমালোচনা শুনতে হয় জনপ্রতিনিধিদের। যেসব কন্ট্রাক্টর নিম্নমানের কাজ করবে তাদের ‘ব্ল্যাকলিস্টে’ ফেলে দেওয়ার নির্দেশ দেন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান তপন দাশগুপ্ত।
আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে আদালতের নির্দেশ ভাঙল বৃদ্ধার বাড়ি, পুনর্বাসনের আশ্বাস ক্ষীরপাই পুরসভার
তিনি বলেন, পূর্ত দফতর নিয়ে মুখ্যমন্ত্রী ঠিক কথাই বলেছেন। তাই আমরা ঘুরে খতিয়ে দেখছি কোথায় ঘাটতি আছে। যাতে দ্রুত গতিতে কাজ হয় সেই কথাই আমরা আধিকারিকদের বলেছি। আগামীকাল পূর্ব মেদিনীপুরে গিয়ে একই ভাবে এলাকা ঘুরে দেখে রিপোর্ট জমা দেওয়া হবে।”
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Standing Committee
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore