Road Accident : মেদিনীপুরে মুখ্যমন্ত্রীর সভা থেকে ঘাটালে ফেরার পথে দাসপুরে ভয়াবহ দুর্ঘটনার কবলে ঘাটাল পুরসভার উপ-পুরপ্রধানের গাড়ি। জখম ভাইস চেয়ারম্যান সহ দুই তৃণমূল কর্মী। ঘটনার খবর পেয়ে দাসপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে যায়।
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : মুখ্যমন্ত্রীর সভা থেকে ফেরার পথে দাসপুরে ভয়াবহ দুর্ঘটনার কবলে ঘাটাল পৌরসভার ভাইস চেয়ারম্যানের গাড়ি, জখম ভাইস চেয়ারম্যান সহ দুই তৃণমূল কর্মী।আজ দুপুর নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে ঘাটাল-পাঁশকুড়া রাজ্যসড়কের দাসপুর থানার বৈকন্ঠপুর এলাকায়।
জানা যায়, মেদিনীপুর থেকে ঘাটালগামী একটি চলন্ত প্রাইভেট গাড়ির টায়ার ফেটে গিয়ে রাস্তার উপর উল্টে পড়ে গাড়িটি। গাড়িতে ছিলেন চারজন, দুর্ঘটনায় আহত হয় তিন যাত্রী। ঘটনার খবর পেয়ে দাসপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে যায়।
আরও পড়ুন : বয়কট করা পরিবারের সাথে কথা বললেই ৫০০০ টাকা জরিমানা! মোড়লদের ফতোয়া পশ্চিম মেদিনীপুরে
স্থানীয় সূত্রে খবর আহতদের মধ্যে দু জনের অবস্থা আশঙ্কাজনক। মেদিনীপুরে মুখ্যমন্ত্রীর সভা থেকে ঘাটালে ফেরার পথে দাসপুরে এই দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। আহতরা সকলেই ঘাটাল হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে হাসপাতালে আহতদের দেখতে যান ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সহ নেতৃত্বরা।
আরও পড়ুন : খড়্গপুরে হচ্ছে সাইকেল হাব, মেদিনীপুরে প্রশাসনিক বৈঠকে কর্মসংস্থানে জোর দিলেন মুখ্যমন্ত্রী
এবিষয়ে তৃণমূল ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি আশিষ হুদাইত জানান, মেদিনীপুরে মুখ্যমন্ত্রীর সভা সেরে একটি গাড়িতে করে ঘাটালে ফিরছিলেন ঘাটাল পৌরসভার ভাইস চেয়ারম্যান অজিত দে সহ চারজন কর্মী।দাসপুরের বৈকুন্ঠপুরে আচমকাই গাড়ির একটি টায়ার ফেটে গিয়ে এই দূর্ঘটনাটি ঘটে। চেয়ারম্যান সহ আরও দুজন কর্মী জখম হয়েছে তাদের ঘাটাল হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং চিকিৎসা চলছে।
আরও পড়ুন : খড়্গপুর শহরে দুষ্কৃতী দৌরাত্ম্য বন্ধে বাড়তি নজরদারি রাখতে পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Road Accident
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore