Ghatal : ঘাটাল উপসংশোধনাগার চালু না হওয়ায় জামিনে মুক্ত ব্যক্তিকে জেলখানা থেকে বের করে আনতে সমস্যায় পড়তে হচ্ছে আইনজীবী থেকে পরিবারের লোকদের। ঘাটাল থেকে মেদিনীপুর এর দূরত্ব ৭০ কিলোমিটার। আইনজীবীদের দাবি এই দীর্ঘ রাস্তা যাতায়াত করতে একদিকে যেমন অর্থ অপরদিকে সময় অপচয় হচ্ছে।
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : প্রায় বছর গড়াতে চলল, এখনো বন্ধ ঘাটাল উপসংশোধনাগার। জামিন পেতে বাড়ছে ভোগান্তি। ২০২১ সালের আগষ্ট মাসে বন্যার জল ঢুকেছিল ঘাটাল উপসংশোধনাগারে, বন্দীদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে। কিন্তু বন্যার জল সরলেও জেলখানা চালু হয়নি আজও।
আরও পড়ুন : অবৈধভাবে গাছ কাটার মামলায় পশ্চিম মেদিনীপুরে গ্রেফতার কড়সা গ্রাম পঞ্চায়েতের প্রধান
আরও পড়ুন : খড়্গপুরে জানালা ভেঙ্গে বাড়িতে ঢুকে গুলি চালাল প্রতিবেশী, গ্রেফতার ২
ঘাটাল উপসংশোধনাগার চালু না হওয়ায় জামিনে মুক্ত ব্যক্তিকে জেলখানা থেকে বের করে আনতে সমস্যায় পড়তে হচ্ছে আইনজীবী থেকে পরিবারের লোকদের। ঘাটাল থেকে মেদিনীপুর এর দূরত্ব ৭০ কিলোমিটার।আইনজীবীদের দাবি এই দীর্ঘ রাস্তা যাতায়াত করতে একদিকে যেমন অর্থ অপরদিকে সময় অপচয় হচ্ছে। সঙ্গে জামিনে মুক্ত ব্যক্তিকে সেই দিনই জেলখানা থেকে বের করা সম্ভব হচ্ছে না।
আরও পড়ুন : মেদিনীপুর শহর পরিচ্ছন্ন রাখতে সরানো হবে মাংসের দোকানগুলি
২০২১ সালের ১লা আগস্ট শিলাবতী নদীর বাউন্ডারি ওয়াল ভেঙে বন্যার জল ঢুকে পড়ে ঘাটাল মহকুমা শাসকের কার্যালয় সহ তার পাশেই উপসংশোধনাগারে।মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে সরিয়ে নিয়ে যাওয়া হয় ঘাটাল উপ সংশোধনাগারের বন্দীদের। বন্যার জলের চাপে ভেঙে পড়ে প্রাচীরের কিছু অংশ,নষ্ট হয় জেনারেটর সহ ইলেকট্রিক লাইন।
আরও পড়ুন : নালা বন্ধ করে ব্যবসা করলে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি মেদিনীপুর পৌরসভার
বছর ঘুরতে গেলেও এখনও চালু হয়নি ঘাটালের উপ সংশোধনাগার। এ বিষয়ে ঘাটাল জেল সুপার তথা ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন,” ঘাটালের উপর সংশোধনাগার সম্পূর্ণ সংস্কারের কাজ শেষ হয়েছে। খুব শীঘ্রই সংশোধনাগার চালু হবে।” দীর্ঘদিন উপ সংশোধনাগার বন্ধ থাকায় ক্ষোভ বাড়ছে ঘাটাল মহকুমা আদালতের আইনজীবীদের মধ্যেও।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Ghatal
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore