In East Midnapore, a young man was rescued after a rare operation to remove a fish from his throat trachea.
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : চণ্ডীপুর মাল্টি স্পেশালিটি হাসপাতালে জটিল অপারেশন করে শ্বাসনালি থেকে বের করা হল কইমাছ। ভগবানপুর থানার নছিপুর গ্রামের তাপস মাইতি (৪০) নামে এক ব্যক্তি মাছ ধরার সময় মুখে একটি কইমাছ আটকে রেখেছিলেন। মুহূর্তের অসতর্কতায় সেই কইমাছ শ্বাসনালিতে চলে যায়। প্রবল শ্বাসকষ্ট ও রক্তক্ষরণ শুরু হয়।
আরও পড়ুন:- মাওবাদী বনধে প্রভাব পড়ল বেলপাহাড়ী ও পাশাপাশি এলাকায়
আরও পড়ুন:- পূর্ব মেদিনীপুরে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মোটর বাইকের ,মৃত ১
বাড়ির লোকজন তড়িঘড়ি তাঁকে চণ্ডীপুর হাসপাতালে নিয়ে আসেন। ইএনটি সার্জেন রত্নদীপ ঘোষের নেতৃত্বে চার সদস্যের মেডিক্যাল টিম গঠন করে দু’ঘণ্টা ধরে অপারেশন করে কইমাছ বের করে। রোগীকে আইসিইউয়ে রাখা হয়েছে। আপাতত তাপসবাবুর অবস্থা স্থিতিশীল। আপৎকালীন পরিস্থিতিতে অপারেশন না করলে তাপসবাবুর প্রাণ বাঁচানো যেত না বলে চিকিৎসক জানিয়েছেন। হাসপাতালের অধিকর্তা পবিত্র জানা বলেন, একেবারে বিরল ঘটনা।
আরও পড়ুন:- বাংলাদেশ সরকারের ওষুধ দেওয়া হচ্ছে পূর্ব মেদিনীপুরের কাঁথি হাসপাতালে! ধরা পড়ল হাতেনাতে
আরও পড়ুন:- মেদিনীপুর গ্রামীণে পুলিশের নাকা চেকিং-এ ট্রাক্টর মালিকদের বিক্ষোভ, বালি খাদানে অভিযান পুলিশের
আরও পড়ুন:- বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে শুরু হল পটের প্রদর্শনী ও মেলা
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Rare Operation
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore