Pot exhibition and fair started at Vidyasagar University
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রবিশঙ্কর হলে মঙ্গলবার শুরু হল পটের প্রদর্শনী ও মেলা। উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শিবাজী প্রতিম বসু। আগামী তিন দিন ধরে চলবে এই মেলা। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের পটশিল্পীরা ছাড়াও পশ্চিমবঙ্গের অন্যান্য প্রান্তের বাঁকুড়া ও বীরভূমের পটশিল্পীরাও তাদের সম্ভার নিয়ে এই মেলায় যোগ দিয়েছেন।
আরও পড়ুন:- পূর্ব মেদিনীপুরে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পোষাক তৈরীর কাজের বরাত ঘিরে দূর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ
আরও পড়ুন:- ঝাড়গ্রাম জেলা ও পুরস্বাস্থ্য কেন্দ্রের পঞ্চম বর্ষপূর্তি উদযাপন
ভারতবর্ষের স্বাধীনতার ৭৫ বৎসর উপলক্ষে যে বছরভর কর্মসূচীর পরিকল্পনা বিশ্ববিদ্যালয় গ্রহণ করেছে, তারই অঙ্গ হিসেবে এই প্রদর্শনী ও মেলা। আগামী ১৯ এপ্রিল থেকে ২১ এপ্রিল হবে লোকশিল্প মেলা ও ২৪-২৫ মে হবে লিট্ল ম্যাগাজিন মেলা ও সাহিত্য সম্মেলন। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, “বাংলা তথা দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ ও প্রসার বিশ্ববিদ্যালয়ের অন্যতম লক্ষ্য।
Vidyasagar University
আরও পড়ুন:- ‘ল্যাম্পস’ প্রকল্পে আদিবাসীদের জীবিকার উন্নয়নে গতি আনতে ঝাড়গ্রামে উচ্চ পর্যায়ের বৈঠক মন্ত্রীর
এই লক্ষ্যের বাস্তবায়নে ইতিমধ্যে আমরা মিউজিয়াম গড়ে তুলেছি। বর্তমানে এই মেলা ও প্রদর্শনীর মধ্যে দিয়ে পরিচিত পিংলা, চণ্ডিপুর, নাড়াজোল ও দাসপুরের পটের সঙ্গে সঙ্গে তূলনামূলক ভাবে অপরিচিত বাঁকুড়ার ভরতপুর বা বীরভূমের ইটাগড়িয়ার পট ও তার শিল্পীদের একত্রিত করেছি।” পটের প্রদর্শনী ও মেলায় বর্ষীয়ান শিল্পীদের পাশাপাশি নবীন প্রজন্মের শিল্পীরাও পট ও পটকেন্দ্রিক নানা শিল্পসম্ভার নিয়ে হাজির হয়েছেন।
আরও পড়ুন:- কাঁথিতে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার , চাঞ্চল্য এলাকাজুড়ে
আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরে পুলিশ ও বনদফতরকে ধোঁয়াশায় রেখে জঙ্গলে ঢুকল শিকারিরা, কমল বন্যপ্রাণ হত্যা
মেলায় বিভিন্ন সামগ্রী বিক্রয়ের মাধ্যমে শিল্পীরা যাতে অর্থনৈতিক ভাবে উপকৃত হন তারও উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয়। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন বর্ষীয়ান পটশিল্পী শ্যামসুন্দর চিত্রকর। উপস্থিত ছিলেন, অধ্যাপক তপন কুমার দে, সত্যজিৎ সাহা, নিবন্ধক ড. জয়ন্ত কিশোর নন্দী প্রমুখ।
আরও পড়ুন:- সারা বাংলা বনধ পালন করুন ! ফের ঝাড়গ্রামের নয়াগ্রামে মাওবাদী নামাঙ্কিত পোস্টারকে ঘিরে চাঞ্চল্য
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Vidyasagar University
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore