Blast mobile to call! A young man from West Midnapore survived
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : পকেট থেকে বের করে কল করতে যেতেই ব্লাস্ট হয়ে গেল ফোন। হাতে আঘাত পেলেও প্রাণে বাঁচলেন যুবক। ঘটনাটি শুক্রবার পশ্চিম মেদিনীপুরের কেশপুরের মুগবসানে। ওই যুবকের নাম আব্দুল শফি। Redmi Mi মডেলের ফোন ছিল তার। এদিন পকেট থেকে বের করেন কল করার জন্য। ফোনে কললিস্টে নম্বর সার্চ করার সময় হঠাৎই ব্লাস্ট হয়ে যায়। জ্বলতে থাকে আগুন।
আরও পড়ুন:- মেদিনীপুর মেডিক্যালের মর্গে দেহ নিতে গেলে টাকার দাবি কর্মীদের, উত্তেজনা
আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরে তরুনীকে ‘ধর্ষণের পর খুন’, আটক ৩, ভাড়াটিয়া রাজমিস্ত্রীকে খুঁজছে পুলিশ
সঙ্গে সঙ্গে দূরে ছুঁড়ে ফেলে দেয় ফোনটা। তখনও নিভেনি আগুন। স্থানীয়রা এসে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। ঘটনায় ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে ওই যুবক। আব্দুল সফি জানান, ফোন করার জন্য পকেট থেকে বের করার সঙ্গে সঙ্গে ব্লাস্ট হয়ে আগুন ধরে যায়। ফোনটা ছুঁড়ে ফেলে দিই। হাতে আঘাত লেগেছে। পকেটে থাকলে প্রাণের আশঙ্কা ছিল। বিষয়টি ফোন কোম্পানীকে জানাবেন বলে জানান ওই যুবক।
আরও পড়ুন:- “এমন মুখ্যমন্ত্রী গোটা দেশে দ্বিতীয়টি নেই”! মেদিনীপুরে সরকারি পরিষেবা প্রদান কর্মসূচিতে বললেন মানস
আরও পড়ুন:- পূর্ব মেদিনীপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত সাংবাদিক দেবাশিস মাজী, শোকের ছায়া সাংবাদিক মহলে
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Mobile Blast
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore