Landmine panic in Salboni, police deployed
ওয়েব ডেস্ক ,বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ফের অতীতের স্মৃতি ফিরল পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীতে। আবার আতঙ্ক ল্যান্ডমাইন ঘিরে। বৃহস্পতিবার শালবনি থানার অন্তর্গত রঞ্জা জঙ্গলের পিচ রাস্তার পাশে একটি কালভার্টের তলায় লোহার পাইপ কাটার অংশ দেখতে পেয়ে ল্যান্ডমাইন আতঙ্ক ছড়ায়। স্থানীয়দের কাছে খবর পেয়ে সকাল থেকে ওই রাস্তা বন্ধ করে তৎপরতা শুরু করেছে পুলিশ ও বোম্ব স্কোয়ার্ড। ঘটনাটি শালবনী থানার পিড়াকাটা পুলিশ ফাঁড়ির অন্তর্গত রঞ্জা এলাকাতে। পিড়াকাটা থেকে গোয়ালতোড়গামী পিচ রাস্তার পাশে একটি কালভার্টের তলায় লোহার পাইপ দেখতে পান।
আরও পড়ুন:- ভেষজ আবির বানিয়ে তাক লাগাল মেদিনীপুর সদরের প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা
তবে জঙ্গলমহল এলাকার মানুষজন ল্যান্ডমাইন বিষয়ে যথেষ্ট পরিচিত হয়ে গিয়েছেন অতীতে একাধিকবার উদ্ধার হওয়ায়। এদিন ঘটনাস্থলে হাজির হয়েছেন পুলিশের বিশাল বাহিনী এবং বোম্ব স্কোয়ার্ড, ফায়ার ব্রিগেডের গাড়িও। বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে ওই এলাকায়। ঘটনাস্থল সংলগ্ন জঙ্গলে এর আগে মাওবাদীদের এনকাউন্টারের ঘটনা ঘটেছিল। বহু ল্যান্ডমাইন বিস্ফোরণ থেকে মানুষ খুনের ঘটনা ঘটেছে মাওবাদীদের হাতে। রঞ্জার জঙ্গল মাওবাদীদের একসময়ের পুরনো শক্ত ঘাঁটি ছিল। স্বভাবতই ল্যান্ডমাইনের মত জিনিস দেখে পুণরায় আতঙ্ক ছড়িয়েছে এলাকার লোকজনের মধ্যে।
Landmine in Salboni
আরও পড়ুন:- বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেদিনীপুরে মৃত্যু মহিলার, বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ
আরও পড়ুন:- পূর্ব মেদিনীপুরের কাঁথিতে পুরপ্রধান সুবল, তাম্রলিপ্তে দীপেন্দ্র ও এগরায় স্বপন
উল্লেখ্য লালগড়ে মাওবাদী পোষ্টার। পিএলজিএ এবং সিপিআই মাওবাদীর নামে লাল কালিতে পোষ্টার গুলি দেখতে পাওয়া যায়।
লালগড় থানা থেকে মাত্র ৪/৫ কিমি দূরে মেন রাস্তার উপর পাওয়া যায় পোষ্টার গুলি। থানার এত কাছে পোষ্টের পড়ায় খুব স্বাভাবিক ভাবেই প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ। যদিও এব্যাপারে কেউ মুখ খুলতে নারাজ। আদিবাসী মূলবাসী দের জল জঙ্গল জমির অধিকার এর দাবিতে যুব সমাজ কে জনযুদ্ধে সামিল হওয়ার ডাক দেওয়া হয়েছে। পাশাপাশি বর্তমান সরকারের সমলাচনা করে দুর্নীতি গ্রস্ত তৃনমূল নেতাদের কেও হুশিয়ারী দেওয়া হয়েছে পোষ্টার গুলিতে। সম্প্রতি সিপিআই মাওবাদী দের নামে পোষ্টার পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায়। তবে পিএলজিএ র নামে করে পোষ্টার এই প্রথম। যা যথেষ্ট ভাবাচ্ছে পুলিশ ও গোয়েন্দা দের।
আরও পড়ুন:- ঘোষিত হল পশ্চিম মেদিনীপুর জেলার সাত পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নাম
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Landmine in Salboni
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore